মমতা-অভিষেক একা নন! একুশের মঞ্চে থাকতে পারেন এই হেভিওয়েট নেতা, নাম ফাঁস হতেই শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। প্রত্যেক বছরের মতো এই বছরও তৃণমূলের তরফ থেকে বিরাট কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের নানান জেলা থেকে কলকাতা ছুটে যাচ্ছেন জোড়াফুল শিবিরের নেতা-কর্মীরা। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে কী বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। এর মাঝেই সামনে এল বড় খবর। জানা গেল, আগামীকালের সমাবেশে উপস্থিত থাকতে পারেন ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) এক হেভিওয়েট নেতা।

একুশে জুলাইয়ের মঞ্চে মমতার (Mamata Banerjee) পাশে থাকবেন কে?

এবারের লোকসভা ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধী জোটের অন্যতম শক্তিশালী দুই হল তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। জানা যাচ্ছে, এবার একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি নিজে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এই অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর।

   

এমনিতে অখিলেশের সঙ্গে বরাবর সম্পর্ক ভালো মমতার। নানান সময়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। উত্তর প্রদেশের বিধানসভা ভোটের সময় সপা সুপ্রিমোর হয়ে প্রচার করেছিলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী। আবার কলকাতায় আসলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যান অখিলেশ। সূত্রের খবর্, একুশে জুলাইয়ের মঞ্চেও উপস্থিত থাকতে পারেন তিনি।

আরও পড়ুনঃ ‘নোংরা কৌশল…’! সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ, রাজভবনের এক পোস্টে তোলপাড় বাংলা!

জানা যাচ্ছে, অখিলেশ নিজেই মমতাকে (Mamata Banerjee) ফোন করেছিলেন। কথোপকথনের মাঝেই একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেন বলে খবর। ‘ভাই’য়ের এই প্রস্তাব মেনে নেন মমতা। জানা যাচ্ছে, আগামীকাল কলকাতায় আসতে পারেন সপা নেতা। শহিদ সমাবেশ থেকে জোটের বার্তা দিতে পারেন তিনি।

Mamata Banerjee Akhilesh Yadav

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফলের পর রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক বসেছিল। সেখানে মুখোমুখি হয়েছিল অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলাদা করেও দেখা করেছিলেন তাঁরা। তখনই একটি জল্পনা মাথাচাড়া দেয়। তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে একটি নতুন জোট তৈরির পরিকল্পনা চলছে? দেখা দেয় এই প্রশ্ন। এই আবহে শোনা যাচ্ছে, আগামীকাল ফের মুখোমুখি হতে পারেন অখিলেশ-মমতা (Mamata Banerjee)। সেখানে এই নিয়ে আলোচনা এগোয় কিনা সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর