মহুয়াকে নিয়ে ‘অ্যাকশনে’ মমতা! এরপর হলেই সোজা সাসপেন্ড! সাংসদকে দেওয়া হল ‘লাস্ট ওয়ার্নিং’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে নজিরবিহীন সংঘাত! সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। সেখানেই বচসায় জড়িয়ে পড়েন দলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র (Mahua Moitra)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে কল্যাণকে গ্রেফতার করতে বলেন কৃষ্ণনগরের সাংসদ। এবার জানা যাচ্ছে, মহুয়াকে নাকি ‘সংযত’ হতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

মহুয়াকে (Mahua Moitra) ‘লাস্ট ওয়ার্নিং’ মমতারঃ সূত্র

এই প্রথম নয়, তৃণমূলের অন্দরে এর আগেও মহুয়াকে নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে। তাঁর জেলারই একাধিক নেতা, বিধায়ক মমতাকে চিঠি দিয়ে নালিশ করেছিলেন। এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহুয়া। সেই ঘটনা সূত্রে গত মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ।

কৃষ্ণনগরের সাংসদের নাম না নিয়েই সুর চড়ান শ্রীরামপুরের এমপি। সেই সঙ্গেই নিশানা করেন সৌগত রায়, কীর্তি আজাদকেও। প্রথমে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এবার জানা গেল, মহুয়াকে (Mahua Moitra) কড়া বার্তা দিয়েছেন খোদ দলনেত্রী।

আরও পড়ুনঃ SSC ইস্যুঃ মমতাকে ধরানো হল আদালত অবমাননার নোটিশ! জেল সহ আর কী কী শাস্তি হতে পারে?

সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলেরই এক শীর্ষ নেতৃত্বের মাধ্যমে ফোনে মহুয়াকে ‘সংযত’ হওয়ার বার্তা দিয়েছেন মমতা। এরপরেও সংযত না হলে দল চূড়ান্ত ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মহুয়াকে জানানো হয়েছে। এদিকে বাংলা হান্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, এবার হয়তো মহুয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারে দল। এবার সেই খবরেই কার্যত শিলমোহর পড়ল। কল্যাণের সঙ্গে সংঘাতের পর জানা গেল, খোদ মমতার থেকে কড়া বার্তা পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।

Mahua Moitra TMC candidate

উল্লেখ্য, নানান সময়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া। এর আগে প্রশ্ন-ঘুষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। তা সত্ত্বেও চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই (Mahua Moitra) দাঁড় করিয়েছিল তৃণমূল। এবার তিনিই ফের বিতর্কে জড়ালেন! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ানোর পরেই এই কড়া বার্তা পেলেন কৃষ্ণনগরের সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X