বাংলা হান্ট ডেস্ক : বিদেশ থেকে ফিরেছিন সবে একদিন আগেই। আর তারপরই দাপট দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিদেশ থেকে প্রত্যাবর্তন করার পরই নিয়োগ দুর্নীতিতে দারুণ সক্রিয় ইডি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করে বলেন, বেআইনিভাবে রাজনৈতিক উদ্দেশ্যেই তদন্তের নামে অত্যাচার করা হচ্ছে।
ফের তল্লাশি শুরু ইডির : সোমবার রাতেই আলিপুরের একটি সংস্থা-সহ কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় রাতভর তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকাল পর্যন্ত চলেছে সেই তল্লাশি অভিযান। তদন্তকারীদের অভিযোগ, সাংসদ হওয়ার আগে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও তাঁর পরিবারের একাধিক সদস্য এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন।
ছেলেটা এতদিন পর ফিরল : এদিন নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গ উল্লেখ না করেও মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বাড়িতে রোজ অত্যাচার করছে। কালকেও সারারাত না জানিয়ে হঠাৎ করে চলে গিয়েছে ৪-৫টা জায়গায়। আমাকেও কেউ বলেনি। আমি সকাল ৬টায় জানতে পারলাম আইনজীবী মারফত। ছেলেটা সবে বিদেশ থেকে এসেছে, আর শুনছি বাবুরা বেরিয়ে পড়েছে।’
রাজনৈতিক প্রতিহিংসা চলছে বাংলায় : মমতার (Mamata Banerjee) অভিযোগ, এই তল্লাশি, হানা দেওয়া সবটাই বেআইনি। তিনি বলেন, ‘ধরুন আমার বাড়িতে কেউ গেল, বা আপনার বাড়িতে পুলিস পাঠালাম। নিয়মটা কী? বাড়ির কাউকে জানাবে। বা বাড়ির কাউকে ডেকে কথা বলবে। রেড করতে হলে বাড়ির লোকেরাও থাকবে। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না। বাড়িতে যদি কেউ না থাকে? ধরুন বন্ধ। তাছাড়া যদি কেউ চা করার লোকও থাকে তাঁকেও ঘর থেকে বের করে দিচ্ছ। সে জানে না।
আরও পড়ুন : ‘দু’এক কোটি মুসলমান মরুক, দরকার হলে তরবারি ধরব!’, কংগ্রেস নেতার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক
ED যার বাড়িতে যাচ্ছে তাঁর নিরপত্তাহানি হচ্ছে : মমতা এদিন আরও বলেন, ‘তুমি যদি কারও বাড়িতে যাচ্ছ, না জানিয়ে, তাঁর তো নিরাপত্তার কারণও আছে। তুমি যে লুকিয়ে বিস্ফোরক বা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারান্টি নেবে। তুমি যদি কয়েক কোটি টাকা নিজে বাক্স করে নিয়ে ঢুকছ না। জানাবার কোনও জায়গা নেই। এটা আইনি নয়, বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসা বাংলায় চলছে।’