বাংলার মিষ্টি হাতে লালুর বাড়ি হাজির মমতা! বদলে পেলেন রাবড়ি দেবির মধুবনী উপহার

বাংলা হান্ট ডেস্ক : বিরোধী দলের বৈঠকে যোগ দিতে এদিন পাটনা (Patna) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাটনায় পৌঁছেই সোজা লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। লালু প্রসাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। বদলে বাংলার মুখ্যমন্ত্রীর হাতেও মধুবনী শিল্পের বিশেষ উপহার দেন লালু প্রসাদের পরিবার।

এদিন তেজস্বী যাদব বলেন, ‘আপনি পাটনা আসায় জোটের বৈঠক সাফল্য পেল।’ মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আপনার শরীর কেমন আছে? আমি সকলের জন্য উপহার এনেছি। বাংলার মিষ্টিও এনেছি।’ তখন রাবড়ি দেবী জানান, ‘মধুবনী শিল্প বিখ্যাত। এটা আপনার জন্য।’

   

জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয় ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়।

lalu mamata abhishek

লোকসভা নির্বাচনের প্রাক্কালে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক আয়োজনের ব্যাপারে নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে।

আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জোট সংক্রান্ত আলোচনায়। আর সেই প্রেক্ষিতে লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যে বিষয়ের উপর জোর দেওয়া হবে তাতে কেন্দ্র সরকার বিরোধী শাসিত কোনও রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করলে সবাইকে একজাট হয়ে তার প্রতিবাদ করতে হবে।

মমতার কাছে জানতে চাওয়া হয়েছিল, পাটনা বৈঠক নিয়ে বিজেপি বলে বেড়াচ্ছে মোদির বিরুদ্ধে মুখ কে? মমতা এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেই বলেন, এ প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনও আসেনি। কালকের আলোচনার উপরই জোর দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিরাট মন্ত্রণাসভা নিয়ে পাটনা এখন সরগরম। একদিকে যেমন বিরোধী দলের নেতানেত্রীরা একে একে এসে পৌঁছে যাচ্ছেন তেমনই হাত গুটিয়ে বসে নেই বিজেপি নেতৃত্বও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর