বাংলা হান্ট ডেস্কঃ ভিন্ন মেজাজে মুখ্যমন্ত্রী। প্রতিবছরের ন্যায় এবারেও ক্রিসমাস ইভের (Christmas Evening) সময়টা কাটালেন চার্চে (Church)। যিশুর মূর্তিতে ফুল দান করে, ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে শুরু করলেন নিজের বড়দিনের সেলেব্রেশন।
২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী ছিলেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন তিঁনি। তারপর বিশেষ প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। ফুলদান করেন যিশুর মূর্তিতেও। এরপর দেখা করেন চার্চের ফাদারের সঙ্গে। বড়দিন উদযাপন করার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাত ১১টা নাগাদ চার্চ থেকে বেরিয়ে যান মমতা ও অভিষেক। গির্জার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় বড়দিনের উপহারও। এদিন তাঁদের সঙ্গে ছিল খুদে সদস্য তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন সেখানে।
গতবছরও বড়দিনের সন্ধ্যায় পর্তুগিজ গির্জায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমত এবারও চার্চের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বড়দিনের উৎসবে মুখ্যমন্ত্রী ও অভিষেকের উপস্থিতি নিয়ে এক টুইট করে তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা হয়, ‘আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দিয়েছেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন তাঁরা।’
উল্লেখ্য, বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রীকে দেখা যেত সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে। তবে এই নিয়ে দু’বার বড়দিন উদযাপনে তিঁনি পৌঁছালেন পর্তুগিজ গির্জায়