কেজরির সঙ্গে আলোচনায় বসতে পারেন মমতা! হঠাৎ বৈঠকের কারণ কী ? চর্চা শুরু রাজনীতির অন্দরে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জি২০ সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী দিল্লি। ইতিমধ্যেই বিশ্বের বহু দেশের রাষ্ট্র নেতারা এই সম্মেলনে যোগ দিতে দিল্লি এসে পৌঁছেছেন। পাশাপাশি এই সম্মেলন উপলক্ষে দিল্লি পৌঁছেছেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল উড়ে গিয়েছেন দিল্লি।

জি২০ সম্মেলনের নৈশভোজে শনিবার সন্ধ্যায় যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। সেই নৈশভোজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ইতিমধ্যেই শেখ হাসিনা বৈঠক সেরে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে।

আরোও পড়ুন : জি২০ সম্মেলনে এসেই ভারতকে ‘বিশেষ’ সাপোর্ট! চিনকে কড়া বার্তা বাইডেনের, যা বললেন….

সূত্রের খবর, সেই বৈঠকে দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে তিস্তার জল নিয়ে। আজ সন্ধ্যার নৈশভোজে শেখ হাসিনা সেই কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে বলবেন কিনা সেটা নিয়েও চলছে জল্পনা। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সাথে এক দফা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

আরোও পড়ুন : দুর্নীতির মামলায় বড় অ্যাকশন সিআইডির! গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

ইন্ডিয়া জোটের বেশ কিছু নেতা উপস্থিত রয়েছেন জি ২০ সম্মেলনের অনুষ্ঠানে। তাদের সাথেও দেখা করার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। জি ২০ বৈঠককে কেন্দ্র করে রাজধানী দিল্লির চেহারাই পাল্টে গেছে। গোটা দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। এমনকি আজ সন্ধ্যার নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও।

kejriwal mamata 1200x768

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাদা করে কথা বলতে ইচ্ছুক। সেই জন্যই দিল্লির মুখ্যমন্ত্রী মমতার সাথে আলাদা করে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই দুই মুখ্যমন্ত্রী কোথায় বৈঠক করতে পারেন সেই বিষয় এখনো স্পষ্ট নয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X