বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার কয়েক মাস পর গোটা দেশজুড়ে আয়োজিত হতে চলেছে লোকসভা ভোট। তার আগে কি পুনরায় একবার পুরনো অস্ত্রে শান দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব, উঠছে প্রশ্ন! এর মাঝে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুকুল রায়ের (Mukul Roy) বৈঠক সেই সম্ভাবনাই আরো প্রকট করে তুলল।
সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি মামলাকে কেন্দ্র করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলরা হেফাজতে। এই পরিস্থিতিতে সামনে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাতে ব্যস্ত ঘাসফুল শিবির। তবে শুধুমাত্র দুর্নীতি মামলাই নয়, বর্তমানে গোষ্ঠী দ্বন্দ্বের পাশাপাশি নয়া বনাম পুরনো তৃণমূল প্রসঙ্গ ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে।
উল্লেখ্য, নয়া বনাম পুরনো দ্বন্দ্ব মাঝে দ্বাদশীর দিন মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে একের পর এক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে পৌঁছে যান মুকুল রায়। এক্ষেত্রে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়েছে বলে দাবি করা হলেও আদতে তা নয়! এই প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেননি মুকুল সাহেব। পাশাপাশি দলের পুরনো এই সৈনিকের বাড়িতে ইতিমধ্যেই আনাগোনা শুরু হয়েছে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের, যা ঘিরে শোরগোল তুঙ্গে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে দলের সঙ্গে থাকলেও পরবর্তীতে দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। তবে সেই যাত্রা ছিল ক্ষণস্থায়ী, মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের একবার নিজের পুরনো দলে প্রত্যাবর্তন করেন মুকুলবাবু। যদিও এরপর থেকে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তবে এর মাঝে সম্প্রতি মুখ্যমন্ত্রীর ফোনে দলের সাংগঠনিক বৈঠকে যোগদান এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী-মুকুল সাক্ষাৎ ইতিমধ্যে জল্পনার সৃষ্টি করেছে।বিশেষত পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠকের মাধ্যমে কোন কৌশলে শান দিলো শাসক দল, তা কেন্দ্র করে একের পর এক প্রশ্ন চিহ্ন জন্ম নিয়েছে।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকুল রায়ের এই বৈঠকের পর থেকে দলের পুরাতন সৈনিকের বাড়িতে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের ভিড় জমা হতে শুরু করেছে। গত শনিবার মুকুল রায়ের বাড়িতে দেখা করতে পৌঁছে যান পার্থ ভৌমিক। এক্ষেত্রে অতীতে মুকুল-পার্থের মধ্যে সম্পর্ক সাপে-নেউলে হলেও রায় সাহেবের বাড়িতে তৃণমূল নেতার পৌঁছে যাওয়া যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে সম্প্রতি মুকুলবাবুর বাড়িতে হাজির হন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল নেতা সুবোধ অধিকারীর ঘনিষ্ঠ লোকজন। ফলে সব মিলিয়ে জল্পনা তুঙ্গে; ২০১১-এর ন্যায় পুনরায় কি একবার পুরনো মেজাজে দেখা যেতে চলেছে মুকুল রায়কে? উত্তর অবশ্য ভবিষ্যৎ-ই দেবে।