বাংলা হান্ট ডেস্কঃ আম্বেদকর (B. R. Ambedkar) ইস্যুতে চলতি সপ্তাহেই কংগ্রেস-বিজেপি ধ্বস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠেছিল সংসদ চত্বর। বিজেপির বর্ষীয়ান সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে সরব হয়েছিল গেরুয়া শিবির। আর এবার এই আম্বেদকর ইস্যুতেই বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আম্বেদকর ইস্যুতে পথে নামছেন মমতা (Mamata Banerjee)
কিছুদিন আগেই ভারতীয় সংবিধানের জনক তথা ভারতের প্রথম আইনমন্ত্রী ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে সংসদে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তারপরেই তাঁর বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছেন দেশের সমস্ত বিরোধী শিবির। আর এবার এই আম্বেদকর ইস্যুতেই রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদ জানাতে এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমানের বিরুদ্ধে সরব হতে, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, প্রতিবাদ মিছিল সংঘটিত হবে’।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা? বিরাট নির্দেশ হাইকোর্টের
এপ্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।’
সেইসাথে তিনি বলেছেন এই অপমান শুধু বাবাসাহেবের অপমান নয়, আসলে এইভাবে আমাদের দেশের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত হানা হয়েছে। এইভাবে আমাদের দেশের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এরপরেই তৃণমূল নেত্রী লিখেছেন, ‘আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।
কি বলেছিলেন অমিত শাহ?
সংবিধানের ৭৫ বছর উপলক্ষে সংসদে বিতর্ক চলছিল। এরইমাঝে মঙ্গলবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বেফাঁস মন্তব্য করে তিনি বলে বসেন, ‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলা এখন (বিরোধীদের) ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এই ভাবে ঈশ্বরের নাম নিত, তাহলে তারা স্বর্গে জায়গা পেত’।