মধ্যবিত্তের জন্য স্বস্তি! আলু-পেঁয়াজসহ একাধিক ফল-সবজির দাম কমালেন মমতা ব্যানার্জি

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা বিশ্বে আর্থিক সংকটের মধ্যে মূল্যবৃদ্ধি যে অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা অনস্বীকার্য। সারাদেশে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া অবস্থায় পৌঁছেছে, সেই অবস্থায় কিছুটা আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মমতা ব্যানার্জি। এই বৈঠক থেকেই তিনি বেশ কিছু সবজি, ফল এবং আরো কিছু জিনিসের দাম কমানোর সিদ্ধান্ত নিলেন। তবে এই সকল কম দামি জিনিসপত্র শুধুমাত্র সরকারি বিপণন কেন্দ্র সুফল বাংলাতেই মিলবে বলে খবর।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে, বাজারে প্রতি কেজি আলু যেখানে 22 টাকা দামে বিক্রি করা হয়, এবার থেকে বাংলার মানুষ তা সুফল বাংলায় মাত্র 18 টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন। ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে খুচরা বাজারে আলু যেখানে 30 টাকা দামে বিক্রয় হয়, সেখানে আপনারা 12 টাকা কমে মাত্র 18 টাকা কেজি দরে এবার থেকে ক্রয় করতে পারবেন।

আলুর পাশাপাশি মানুষের নিত্যপ্রয়োজনীয় জীবনে যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তা হল পেঁয়াজ। এদিন পেঁয়াজের দাম হ্রাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাজারে বর্তমানে নাসিক এবং সুখসাগর এই দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায়। বাজারে এই দুই ধরনের পেঁয়াজ যথাক্রমে 22 টাকা এবং 20 টাকা কেজি দরে বিক্রি করে বিক্রেতারা। কিন্তু মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর সুফল বাংলায় এই দু’ধরনের পেঁয়াজ যথাক্রমে 20 টাকা এবং 15 টাকা কেজি দরে মিলবে। আলু, পেঁয়াজ এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কলার দামও কমানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, “কলা এমনই এক ফল, যা বড় থেকে ছোট, হিন্দু, মুসলিম খ্রিস্টান সবাই খায়।”

তিনি বলেন, বাজারে যে কলা ডজন প্রতি 60 থেকে 70 টাকায় বিক্রি করা হয়, সুফল বাংলাতে তা মাত্র 25 টাকায় মিলবে। এছাড়াও পেঁপের দাম 3 টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বর্তমানে বাজারে তরমুজ কিনতে গেলেও কালঘাম ছোটে মানুষের। এদিন তার কিছুটা সুরাহা করে মুখ্যমন্ত্রী সুন্দরবনের চাষীদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করার নির্দেশ দেন। তিনি বলেন, এবার থেকে তরমুজ 40 টাকা কেজি দরে মিলবে সুফল বাংলায়।

এদিনের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আরো জানা গেছে, এবার থেকে প্রতি কেজি লাউ 35 টাকার পরিবর্তে মিলবে মাত্র 22 টাকায়। এছাড়াও ফুলকপির দামও 13 টাকা হ্রাস করার ঘোষণা করে সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “সব কিছুর দাম সরকার কম করে দিতে পারে না। কিন্তু যে সকল আনাজ আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োজন, তার দাম কমানোর চেষ্টা করা হলো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর