বাংলা হান্ট ডেস্কঃ কুর্সিতে বসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়ন ও মহিলা উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভাণ্ডারের মত প্রকল্প গুলিও মমতারই মস্তিষ্কপ্রসূত। সম্প্রতি লক্ষীর ভাণ্ডারের ভাতাও ডবল করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর এবার লোকসভা ভোট পূর্বে জেলায় জেলায় বিগ বাজার (Big Bazar) হবে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
রবিবার বীরভূমে একটি প্রশাসনিক সভা করেন মমতা। সেখান থেকে বিরোধীদের তোপ ডাগার পাশাপাশি একগুচ্ছ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের সেলফ হেলফ গ্রুপের মহিলারা তারপর আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত। জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে তোলা। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র সেখানে বিক্রি হবে।’
মমতা আরও বলেন, ‘তারা এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে জেলায় জেলায় যে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। যদিও রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে বিগ বাজার গড়ে ওঠে সেক্ষেত্রে একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্তরা আর্থিক দিকে থেকে স্বচ্ছল হবেন।
কর্মসংস্থানের উপর জোর দিয়ে মমতার এই ঘোষণা সার্বিক ভাবে উন্নয়নের দিশারী হবে এমনটাই মত ওয়াকিবহাল মহলের। গোটা রাজ্য জুড়ে এখন নিয়োগ দুর্নীতির অভিযোগ। চাকরি কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত তৃণমূল সরকার। রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আর এই আবহেই বিগ বাজাজের ঘোষণায় আশায় বুক বাঁধছেন রাজ্যের মহিলারা।
আরও পড়ুন: গান, গল্প, লুচি ভাজা থেকে ফুচকা খাওয়া, ‘দিদি নম্বর ১’ এ মমতা লড়বেন সৌরভ ঘরনি ডোনার সঙ্গে
জেলায় জেলায় বহু স্বয়ংভর গোষ্ঠী রয়েছে। রাজ্যের হাজার হাজার মহিলারা এই গোষ্ঠী গুলির সাথে যুক্ত। তাদের নিজের পায়ে দাঁড়াতে, রোজগারে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই স্বয়ংভর গোষ্ঠী গুলির। এবার মমতার বিগ বাজারের ঘোষণায় নতুন করে স্বপ্ন দেখছেন তারা।