বছর শেষের মুখে বড় উপহার! মুড়িগঙ্গার সেতু নির্মাণের আগেই নামকরণ করলেন মমতা 

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই রাজ্যবাসীকে আরও এক বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর উপহারের ঝুলি থেকে বেরিয়ে এল মুড়িগঙ্গার উপর সেতু নিয়ে বড় ঘোষণা। মঙ্গলবার নবান্নের সভাঘরে বৈঠকে বসেছিলেন মমতা (Mamata Banerjee)। সেখানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক কর্তাসহ আরও অনেকেই।

মুড়িগঙ্গার সেতু নির্মাণের আগেই নামকরণ করলেন মমতা (Mamata Banerjee)

এদিনের বৈঠকের শুরুতেই মুড়িগঙ্গার ওপর সেতু নির্মাণের কথা তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেতু নির্মাণের সময় সীমা বেঁধে দিয়েই এদিন তিনি ঘোষণা করেন আগামী চার বছরের মধ্যেই চার লেনের এই সেতু নির্মাণের কাজ শেষ হবে। সামনেই আসছে গঙ্গাসাগর মেলা। তার  আগেই সাগর বাসীদের চমকে দিয়ে এই সেতুর নামকরণ সেরে ফেললেন মমতা (Mamata Banerjee)। এদিন এই সেতুর নামকরণ করে তিনি জানিয়েছেন মুড়িগঙ্গার ওপর তৈরী এই সেতুর নাম হবে, ‘গঙ্গাসাগর মেলা সেতু।’

এবার থেকে সাগর পেরনোর জন্য ভেসেলের অপেক্ষা করার দিন শেষ। সূত্রের খবর মুড়িগঙ্গার উপর এই সেতু নির্মাণের জন্য  ইতিমধ্যেই  ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪ বছরের মধ্যেই কাজ শেষ হবে। মঙ্গলবার একথা জানানোর পাশাপাশি এই গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুন: মার্কশিট দেওয়ার টাকাটুকুও নেই! রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ প্রাইমারির শিক্ষকদের

এতদিন সাগর পেরিয়েই কপিল মুনির আশ্রমে পৌঁছতে হত পুণ্যার্থীদের। কিন্তু এই সেতু নির্মাণের কাজ শেষ হলে পুণ্যার্থীদের আর গঙ্গাসাগর মেলায় পৌঁছনোর জন্য ঝক্কি পোহাতে হবে না। মূলত পুণ্যার্থীদের কথা ভেবেই মুড়িগঙ্গার উপর সেতু বানানোর পরিকল্পনা করেছিলেন মমতা। জানা যাচ্ছে এই প্রকল্পে রাজ্যের খরচ হচ্ছে মোট ১৫০০ কোটি টাকা।

Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর দাবি এই পুরো টাকাটাই দেবে রাজ্য। মমতার অভিযোগ, মেলার সমস্ত খরচ বহন করে রাজ্য। কেন্দ্রের তরফে কোনও আর্থিক সাহায্য পাওয়া যায় না। অন্যদিকে ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষকেও বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও ২ হাজার ২৫০টি সরকারি বাস এবং ২৫০টি বেসরকারি বাস চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, জলপথে চলবে ৩২টি ভেসেল, আর ১০০টি বার্জ এবং ৯০০টি ছোট ভেসেল। এক্ষেত্রে প্রতিটিতে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে একক টিকিটের ব্যবস্থাও করা হবে। এছাড়াও থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর