বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু করার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার কমলেও সংক্রমণ বেড়েই চলেছে দিন দিন।করোনা মোকাবিলায় সবথেকে বড় যোদ্ধা হল ডাক্তার। সে কারণেই আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসে করোনা যোদ্ধা ডাক্তারদের ভূমিকা কে স্মরণ করে ঐদিন সারা রাজ্যে ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের ধন্যবাদ ও সম্মান জানিয়েই এই ছুটির ঘোষণা করে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ট্রেন চালাতে পারবে। সেটা নিয়ে মুখ্যসচিব রেল বোর্ডের সঙ্গে কথা বলবেন। তিন কোটি মাক্স তৈরি করছে রাজ্য সরকার। সংক্রমণ এড়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও একুশে জুলাই তৃণমূলের শহীদ সভাও করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।