শীতলা মন্দিরের জন্য দুবার করে কোটি টাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর, এদিকে দু বছরেও হাতে আসেনি অর্থ! কমিটির দাবিতে শুরু বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একই প্রকল্পের জন্য দুবার করে অনুদানের ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিকে এখনও সেই টাকা নাকি পৌঁছায়ইনি আসল জায়গায়। এমনি দাবিতে গুঞ্জন শুরু রাজ্য রাজনীতিতে। বানারহাট শীতলা মন্দিরের অতিথিশালা তৈরির জন্য দুবার অর্থ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে উদ্যোক্তাদের দাবি, তাঁরা নাকি এখনও টাকা হাতেই পাননি। খবর ছড়াতেই বিরোধীরা কটাক্ষ করেছেন, ধর্মের রাজনীতি করতে বিভিন্ন সভা থেকে এমন ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আসলে সবটাই ভাঁওতা।

একই প্রকল্পের জন্য দুবার করে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

২০২৩ সালের ডিসেম্বর মাসে বানারহাটে একটি প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিকে নিয়ে। সেই সভা থেকেই শীতলা মন্দিরের কমিটির লিখিত আবেদনে সাড়া দিয়ে অতিথিলিখিত নির্মাণের জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে দু বছরের বেশি সময় কেটে যাওয়ার পরেও নাকি সেই টাকা হাতে পাননি বলে দাবি করেছেন মন্দির কমিটি।

Mamata Banerjee announced funds for twice for temple

প্রথম বারের টাকাই পাননি উদ্যোক্তারা: এর মাঝেই সম্প্রতি আবারো উত্তরবঙ্গ সফরে গিয়ে বানারহাট শীতলা মন্দিরের জন্য ১ কোটি টাকা অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই শুরু বিতর্ক। একই প্রকল্প নিয়ে দুবার করে অর্থ বরাদ্দের ঘোষণা। অথচ প্রথম বারের টাকাই এখনো হাতে পাননি উদ্যোক্তারা! দ্বিতীয় বার কি কোনো সুরাহা হবে?

আরো পড়ুন : ভারত-পাক ইস্যুতে তিনিই ‘শেষ কথা’! ফের সংঘর্ষ বিরতিতে কৃতিত্ব দাবি করলেন ‘নাছোড়বান্দা’ ট্রাম্প

কী বলছে মন্দির কমিটির সদস্যরা: যদিও মন্দির কমিটি এখনো আশা করে রয়েছেন টাকা পাওয়া নিয়ে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দু বছর আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এখনো পর্যন্ত মন্দির টাকা পায়নি। আবার টাকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সে টাকা আদৌ মিলবে কিনা তা মা শীতলাই জানেন!

আরো পড়ুন : দিতে হবে ২৫ কোটি টাকা, নয়তো… বন্ধুত্ব ভুলে পরেশ রাওয়ালকে ‘আল্টিমেটাম’ দিলেন অক্ষয়! কিন্তু কেন?

অন্যদিকে মন্দির কমিটির সম্পাদক বলেন, আগেরবার ১ কোটি টাকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় টাকা পাওয়া যায়নি। এবারে হয়তো মিলবে। যদিও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। আগের বার কাগজে সমস্যা ছিল। এবার। এবার তা সমাধান হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X