বাংলাহান্ট ডেস্ক: সরস্বতী পুজোর পরের দিনই বিদায় নিলেন দেশের জীবন্ত সরস্বতী। দেহাবসান হল সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের (lata mangeshkar)। রবিবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান গায়িকা। তিনি চলে গিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর কণ্ঠই পরিচয় হয়ে থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
রবিবারের সকালটা যদি না আসত, তাহলেই হয়তো খুশি হত দেশবাসী। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে অন্ধকার নেমে এসেছে সঙ্গীত জগতে। ভারতের নাইটিঙ্গেলকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (mamata banerjee)।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার সমস্ত সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি থাকবে। আগামী ১৫ দিন রাজ্যে লতাজির গান বাজানো হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শোকবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতের আদর্শ, ভারতরত্ন প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। তাঁর পরিবার ও সারা বিশ্ব জুড়ে যে অসংখ্য অনুরাগীদের তিনি রেখে গেলেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাই। ভারতের নাইটিঙ্গেলের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত।’
Like all her fans and followers across the planet, I was also mesmerized by her voice and renderings, and felt grateful that she held Bengal and the artistes of the East so dear to her heart and so integral to her magnificent world of music.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখেছেন, ‘সারা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য অনুরাগীর মতো আমিও মুগ্ধ ছিলাম তাঁর কণ্ঠস্বরে। আমি কৃতজ্ঞ যে তিনি বাংলা ও পূর্ব ভারতের শিল্পীদের হৃদয়ে স্থান দিয়েছিলেন।’
টুইটারে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ। দয়াশীল ও যত্নবান লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রয়াণে আমাদের দেশে যে শূন্যতা তৈরি হল তা আর কোনোদিন পূর্ণ হবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংষ্কৃতির একজন দিকপাল হিসাবে চিনবে, যার সুরেলা গলা মানুষকে মুগ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখত।’