বাংলা হান্ট ডেস্কঃ স্যালাইন কাণ্ডে (Saline Incident) কড়া ‘অ্যাকশন’ নিল রাজ্য (Government of West Bengal)। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় একধাক্কায় ১২ জনকে সাসপেন্ড করা হল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোন ১২ জনকে সাসপেন্ড করা হচ্ছে, নাম উল্লেখ করে সেকথাও জানিয়েছেন তিনি।
কোন ১২ জনকে সাসপেন্ড? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
এদিন সিআইডি রিপোর্ট ও সিনিয়র চিকিৎসকদের রিপোর্ট খতিয়ে দেখার পর ডাক্তারদের কাঠগড়ায় তোলেন মমতা। তিনি আক্ষেপ করেন, চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে সদ্যোজাত ও প্রসূতির প্রাণহানি হতো না, তাঁদের বাঁচানো যেত।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) সুপার, সিনিয়র ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট ১২ জনকে সাসপেন্ড করছে রাজ্য। একইসঙ্গে যাদের সাসপেন্ড করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া ১২ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেসগুলি সিআইডি খতিয়ে দেখবে।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পোয়া বারো! ৩২,৬২৭ গুণের বেশি বেড়েছে বেতন! এবার কতটা লক্ষ্মীলাভ হবে?
স্যালাইন কাণ্ডের জেরে সাসপেন্ড হয়েছেন, আরএমও সৌমেন দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিমাদ্রি নায়েক, এমএসভিপি জয়ন্ত রাউত, চিকিৎসক দিলীপ পাল, বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন, অ্যানাস্থেশিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়, পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক পূজা সাজা, মৌমিতা মণ্ডল, পিজিটি চিকিৎসক জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুণ্ডু, ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল, পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেশিস্ট মণীশ কুমার।
উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে একইদিনে সিজার হওয়া ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনজন আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি। আরেকজনের অবস্থা স্থিতিশীল হলেও মৃত্যু হয়েছে তাঁর সন্তানের। এই ঘটনায় ১২ জনকে সাসপেন্ড করেছে রাজ্য। গতকাল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই ঘোষণা করেন।
মমতা এদিন বলেন, ‘ডিউটি থাকা সত্ত্বেও যারা ডিউটি পালন করেননি’। একইসঙ্গে বলেন, ‘একই সময়ে সরকারি হাসপাতালেও কাজ করব আর বেসরকারি হাসপাতালেও করব, এটা হতে পারে না’। মুখ্যমন্ত্রী জানান, তিনি জানতে পেরেছেন, চিকিৎসক দিলীপ পাল সেদিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করছিলেন।
মমতার (Mamata Banerjee) কড়া নির্দেশ, এবার থেকে রাজ্যের সব হাসপাতালের ওটির দরজা অবধি সিসিটিভি লাগাতে হবে। ‘গেট অবধি কে যাচ্ছে, কারা কতক্ষণ ওটিতে থাকছে, সেটাও তো দেখতে হবে। যদি কেউ না করেন, বলুন, দয়া করে অন্য জায়গায় চলে যান’, বলেন মুখ্যমন্ত্রী।