পেগাসাসের তদন্ত করবে নবান্ন, কমিশন গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আজই দিল্লী উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর আগে জরুরি ক্যাবিনেট বৈঠক সেরে নিলেন তিনি। এই বৈঠক যে কোনও বড়সড় সিদ্ধান্ত নেওয়ার জন্যই ছিল, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর সেই বৈঠকের পরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। পেগাসাস গোয়েন্দাগিরি কাণ্ডে কেন্দ্রের চাপ বাড়াতে রাজ্যে তদন্ত কমিশন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

দিল্লী যাওয়ার আগে সোমবার নবান্নে এমার্জেন্সি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং মদন বি লোকুর নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রাজ্যে কোন কোন নেতা, ভিভিআইপি এবং সাংবাদিকদের ফোন ট্যাপ করা হয়েছে, সেটার তদন্ত করবে এই কমিশন।

উল্লেখ্য, পেগাসাস কাণ্ডে সরব হয়েছে বিরোধীরা। লোকসভা এবং রাজ্যসভাতেও বিরোধীরা এই ইস্যুতে তুমুল হাঙ্গামা করেছে। আরেকদিকে, বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, বর্ষাকালীন অধিবেশন মুলতুবি করতেই বিরোধীরা এই প্ল্যান করেছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস ইস্যুতে মোদী সরকারকে একহাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি নজরদারি থেকে নিজেকে বাঁচাতে উপায়ও বাতলে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন নিজের মোবাইলের ক্যামেরায় কীভাবে সেলুটেপ লাগিয়ে তিনি এই এই গোয়েন্দা স্পাইওয়্যারকে বোকা বানিয়েছিলেন। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য কমিশন গঠন করে কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর