রামপুরহাটে মমতা, নিহতদের পরিবারকে চাকরি ও ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাট কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল নেতা খুন এবং তারপর একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে রাজ্য সরকারের মুখ পুড়েছে এবং এবার সেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে রামপুরহাট পৌঁছে যান তৃণমূল নেত্রী এবং সেখানে গিয়ে জায়গা পরিদর্শন করেন ও নিহতদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছেন। শুধু তাই নয় তাদের পাশে থাকার আশ্বাসও দেন মমতা ব্যানার্জি। রামপুরহাটে প্রথমে ভাদু শেখ নামের এক তৃণমূল নেতা খুন হন এবং সেখান থেকেই শুরু হয় রাজনীতির খেলা। পরবর্তীতে সেখানকার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বহু মানুষ তাতে প্রাণ হারান। এরপরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

বিজেপি থেকে সিপিএম এবং কংগ্রেস একযোগে আক্রমণ করে রাজ্য সরকারকে। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে তারা সরব হয়। এরপরই এদিন মমতা ব্যানার্জির আগমন। তিনি ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া যে সকল বাড়িগুলি আগুনে পুড়ে যায়, সেইসব বাড়ির খরচ বাবদ দু’লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন।

মমতা ব্যানার্জি বলেন যে, চাকরি কিংবা আর্থিক সাহায্য মৃত্যুর বিকল্প নয়। কিন্তু তিনি স্পষ্ট করে জানান যে এই সময় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই ঘোষণা করেছেন।

সম্পর্কিত খবর

X