বাচ্চাদের কষ্ট নিরাময় করলেন মুখ্যমন্ত্রী! ২ রা মে থেকে গরমের ছুটি ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহের কারণে নাজেহাল বাংলার প্রতিটি মানুষ। বর্তমানে এই গরমে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন সকলে। প্রচন্ড রোদের মধ্যে স্কুলে যাওয়া থেকে শুরু করে ক্লাস করার দরুন তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলেই মত অধিকাংশ অভিভাবকদের। আর এসকল কারণেই বাংলায় গরমের ছুটি এগিয়ে আনার পক্ষে মত ছিল সকলের।

এর মাঝেই বুধবার নবান্নে সকল জেলাশাসক, বিডিও এসডিও এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আশা করা হচ্ছিল, এই বৈঠকেই হয়তো গরমের ছুটি নিয়ে বড় কোনো ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। আর বাস্তবেও হল তাই। সকলের সাথে আলোচনা শেষে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা সচিব মনীশ জৈনের উদ্দেশ্যে বলেন, “আগামী 2 রা মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হোক।”

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, “আমি বেশ কয়েকটি জায়গা থেকে খবর পেয়েছি যে, এই তীব্র গরমের মধ্যেও বাচ্চারা রোদের মধ্যে বাইরে গিয়ে টিফিন খেতে বাধ্য হচ্ছে। ফলে অনেকের নাক থেকে রক্ত বেরোনো থেকে শুরু করে একাধিক ঘটনা সামনে আসছে। তারা গরম সহ্য করতে পারছে না।”

এরপরই তীব্র গরমের হাত থেকে সুরাহা প্রসঙ্গে তিনি শিক্ষা সচিবকে উদ্দেশ্য করে বলেন, “আমি তোমাদেরকে এটাই বলব যে, সকলের যদি কোন রকম অসুবিধা না থাকে তবে 2 রা মে গরমের ছুটি এগিয়ে আনা হোক। সকলকে এই নির্দেশটি দেওয়া হোক এবং 15 কিংবা 16 ই জুন কবে এই ছুটি শেষ হবে, সে সম্পর্কে তোমরা সিদ্ধান্ত নিও। বর্তমানে বাচ্চারা যেভাবে কষ্ট পেয়ে চলেছে, তার সুরাহা দরকার।”

বৈঠক শেষে এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন যে, স্কুল ছাড়াও রাজ্যের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতেও মে মাসের 2 তারিখ থেকে গরমের ছুটি শুরু হবে।

Sayan Das

সম্পর্কিত খবর