বাংলাহান্ট ডেস্ক : মাথার উপর দিয়ে বইছে বিতর্কের জল। একের পর এক ধাক্কার বেসামাল দল। তাই এবার এহেন পরিস্থিতির হাল ধরতে শীর্ষ নেতৃত্বকে নিয়ে জরুরী বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৫টায় কালিঘাটের বাড়িতে এই বৈঠক হবে বলেই সূত্রের খবর।
বিগত বেশ কিছুদিন ধরেই ঝামেলা তৃণমূলের নিত্যসঙ্গী। একের পর এক বিতর্কে জেরবার দল। এরই মধ্যে শুক্রবার যেন বেশ কয়েকগুন বেড়ে যায় সবকিছু। স্যোশাল মিডিয়ায় একাধিক বিতর্কিত বাদানুবাদ, মুকুল রায় ইস্যু, পুরভোটের প্রার্থী তালিকা বিতর্ক, সব কিছু মিলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। তাই এবার দলের রাশ টেনে ধরতে এই বৈঠকের ডাক দিলেন মমতা। এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম। তাঁদের সঙ্গে সাম্প্রতিক ঘটে চলা বিষয়গুলির আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। দলে শৃঙ্খলা আনতে বড় কিছু রদবদলও করা হতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে।
শুক্রবার একাধিক বিষয় নিয়ে সরগরম ঘাসফুল শিবির। এদিনই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন বাতিল করেছেন। জানা যাচ্ছে কখনওই বিজেপি ত্যাগ করেননি মুকুল। তৃণমূলে যোগদানের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। এরপরই তাঁকে নারদা-সারদা মামলায় দোষী সাব্যস্ত করে তাঁর গ্রেপ্তারির দাবিতে সরব হন কুণাল ঘোষ। অন্যদিকে ভাঙনের পথে তৃণমূল আইপ্যাক সম্পর্ক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়ের পিছনে এই সংস্থার বিরাট অবদান থাকলেও পুরভোটের মুখে চরমে উঠেছে বিবাদ। আজই ‘এক ব্যক্তি এক পদ নীতি ‘ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের প্রেক্ষিতে নাম না করেই তৃণমূল নেতৃত্বকে মিথ্যেবাদী তকমা দিয়েছে আইপ্যাক। একই সঙ্গে জারি রয়েছে মদন মিত্র তরজাও।
আগামীকাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে পুরসভা ভোট। চারটি পুরসভায় ভোট গ্রহণ শনিবারই। এই এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর এহেন তলব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।