বাংলা হান্ট ডেস্কঃ শেষ পর্যন্ত চিন্তা দূর হলো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলায় ফেরত আসা সকল মেডিক্যাল স্টুডেন্টদের। রাশিয়ার ভয়ংকর আক্রমণ মাঝেই ইউক্রেন থেকে রাজ্যর সকল পড়ুয়াদের বাংলায় ফিরিয়ে আনা সম্ভব হলেও এতদিন পড়াশোনার বিষয়টি তাদের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণা এক মুহূর্তেই তাদের সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে তুলেছে।
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ইউক্রেন ফেরত সকল পড়ুয়াদের পড়াশোনার জন্য ব্যবস্থা করল রাজ্য সরকার। সূত্রের খবর, ইউক্রেন থেকে প্রথম বর্ষের 78 জন মেডিক্যাল ছাত্র বাংলায় ফিরেছে। বর্তমানে তাদের মধ্যে 69 জনকে বাংলার বেসরকারি বিভিন্ন মেডিক্যাল কলেজে কাউন্সেলিংয়ে বসার ব্যবস্থা করে দিলো রাজ্য সরকার। আপাতত ম্যানেজমেন্ট কোটায় তাদের ভর্তি হবে বলে জানা যাচ্ছে।
এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যথাক্রমে 79 এবং 93 জন পড়ুয়া বাংলায় ফিরেছেন। যাদেরকে বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে যোগদানের ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে 15 থেকে 20 জন করে প্রতিটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। একইভাবে চতুর্থ এবং পঞ্চম বর্ষ মিলে মোট 135 জন ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিভিন্ন মেডিক্যাল কলেজের ‘অবজারভিং’ সিট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য।
এছাড়াও ষষ্ঠ বর্ষের মোট 23 জন পড়ুয়াকে সরকারি মেডিক্যাল কলেজে সরাসরি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। বর্তমানে ইউক্রেন ফেরত মোট ছয় জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে। তাদেরকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। এছাড়াও তিন জন ডেন্টাল স্টুডেন্ট সম্প্রতি বাংলায় পদার্পণ করেছে। তাদের মধ্যে এক পড়ুয়ার পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, ফলে তাকে সরকারি ডেন্টাল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। বাকি দুই স্টুডেন্টদের মেডিক্যাল কলেজের অবজারভিং এবং প্র্যাকটিক্যাল উভয় ক্লাস করার সুযোগ দেওয়া হবে।