‘পূরণ করব…’, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা সকলে

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে এদিন বাংলার সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) উদ্দেশে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সিভিক ভলান্টিয়ারদের প্রথম রাজ্য সম্মেলন সংগঠিত হল বারাকপুরে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে লাটবাগানে হওয়া সেই সম্মেলনে ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার যোগ দিয়েছিলেন। সেখানেই তাদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহার মোবাইলের মাধ্যমে তাদের কাছে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের আশ্বাস দিয়ে তাদের উদ্দেশে বিশেষ বার্তা রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূল সরকার প্রায় দুই লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর তাদের অবসর। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি কোনও সিভিকের মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যরা চাকরি পাবে। ইতিমধ্যেই আপনাদের বহু দাবি পূরণ করা হয়েছে। বাকি দাবিও পূরণ করে দেব।’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বার্তা শুনে বেজায় খুশি হন সিভিক ভলান্টিয়াররা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের কমিশনার অলক রাজোরিয়া–সহ বিশিষ্ট ব্যক্তিরা।

civic volunteer 1

আরও পড়ুন: অনুব্রতর না থাকাই কাল হল! জোড়াফুল ছেড়ে ফের BJP-তে ফিরছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক!

প্রসঙ্গত, সম্প্রতি সিভিকদের বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করেছে রাজ্য। রাজ্য স্বরাষ্ট্র দফতরের এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিভিদের স্থায়ী হোমগার্ডের চাকরিরও প্রস্তাব রাখা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে সিভিক ভলান্টিয়ারের সংখ্যাটা প্রায় ১ লাখ ২৫ হাজার। এদিন মুখ্যমন্ত্রীর বার্তায় স্বাভাবিকভাবেই খুশি সকলে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর