এমন আগে কোনদিনও দেখিনি! উচ্চমাধ্যমিকে ফেলুদের বিক্ষোভ নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর থেকেই সারা রাজ্য জুড়ে অকৃতকার্যদের প্রতিবাদের ফুটেজ ঘুরছে সোশ্যাল দুনিয়ায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উঠে আসছে বিক্ষোভের খবর। পথ অবরোধ থেকে শুরু করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কোন কিছুই বাদ রাখছেন না অকৃতকার্য পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের এই ভয়াবহ বিক্ষোভ দেখে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন এই ঘটনায় তিনি রীতিমতো হতবাক।

বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী সোজা চলে যান দক্ষিণেশ্বর। সেখানে একটি মিউজিয়াম এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন মঞ্চ থেকেই নানা বিষয়ে সোচ্চার হোন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্যদের প্রতিবাদ দেখে তিনি স্তম্ভিত। রোজ নানা জায়গা থেকে বিক্ষোভের খবর আসছে। মুখ্যমন্ত্রী বলেন, “বিক্ষোভ যে করা যাবে না তা বলছি না, কিন্তু অকৃতকার্য হয়েছে বলে বিক্ষোভ দেখাবো? আমরা এসব ভাবতে পারতাম না”। মুখ্যমন্ত্রী আরোও বলেন এটা কোনভাবেই পড়ুয়াদের দোষ নয়, বরঞ্চ তাদেরকে যারা গাইড করছেন তাদের দোষ। এর সাথেই তিনি পড়ুয়াদের নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বই পড়ার পরামর্শও দেন।

Madhyamik Exam

প্রসঙ্গত, এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয় গত শুক্রবার। এরপর থেকেই সারা রাজ্য জুড়ে অকৃতকার্যদের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে থাকে। বিক্ষোভের খবর আসতে থাকে মহেশতলার বজবজ, বনগাঁ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। এর জেরে খাতা রিভিউয়ের নিয়মে বদল আনার পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর পরীক্ষার্থীরা চাইলে সবকটি পরীক্ষার খাতা রিভিউ করতে পারবেন। তবে এই নিয়ম শুধুমাত্র এবছরের জন্য প্রযোজ্য থাকবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর