রাজ্য বিজেপির গোপন প্রশিক্ষণ শিবিরে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’! চাঞ্চল্য ছড়াল বঙ্গ রাজনীতিতে

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য বিজেপির (bjp) গোপন প্রশিক্ষণ শিবিরের সদস্য ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Banerjee)! অবাক হচ্ছেন? ভার্চুয়াল বৈঠকেও ঠিক এইভাবে চমকে গিয়েছিলেন গেরুয়া শিবিরের সদস্যরা। আচমকাই বিজেপির ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরের ‘পার্টিসিপেন্টস’ বা ‘সদস্য’ তালিকায় ভেসে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তখনই বৈঠক বন্ধ করে বিজেপির শিবির।

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই চলছিল রাজ্য বিজেপির গোপন প্রশিক্ষণ শিবির। দল পরিচালনার রণনীতি তৈরি করার পাশাপাশি, দলের নানা খুঁটিনাটি বিষয়ও আলোচিত হচ্ছিল সেখানে। হঠাতই সেই বৈঠকের সদস্য তালিকায় ভেসে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, যা দেখে রীতিমত চক্ষুচড়ক গাছ হয় পদ্ম শিবিরের সদস্যদের।

hbvkbsbvkj

তবে এই ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ প্রকৃতপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী নন। ওনার নাম ভাড়িয়ে কেউ ফেক আইডি খুলে রাজ্য বিজেপির গোপন ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করে গিয়েছিল। শুধু ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ই নয় ‘জয় বাংলা’ নামে আরও একটি ভুয়ো আইডি দেখা যায় সেখানে। যার ফলে মাঝপথেই তড়িঘড়ি ভার্চুয়াল বৈঠক বন্ধ করতে বাধ্য হয় বিজেপি শিবির।

তবে কিভাবে দলীয় প্রশিক্ষণ শিবিরের লিঙ্ক বাইরে গেল তা নিয়ে দলের অন্দরেই উঠেছে নানা প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এবিষয়ে গেরুয়া শিবিরের সদস্যরা প্রবল অস্বস্তির মধ্যে পড়লেও, তাঁরা এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন। গোটা ঘটনাটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর