তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তুললেন সন্দেশখালি সংঘর্ষ নিয়ে। তিনি এদিন বলেন, দাঙ্গা সংক্রান্ত যে কোনো ঝামেলা হলে রাজ্য সরকারের পাশাপাশি তার দাই কেন্দ্রেও। মমতার দাবি, বিজেপি মদত দিচ্ছে সীমান্তে অনুপ্রবেশকারী দের।
মমতা এদিন বলেন, ‘কোথাও দাঙ্গা হলে তার সেটা কেন্দ্রেরও দায়িত্ব। অনুপ্রবেশ কেন হবে সীমান্তে? ভোটের সময় কারা এসেছিল বাংলাদেশ থেকে? শুধু সংখ্যালঘুরাই অনুপ্রবেশ করে, আর কেউ করে না? অনেকেই করে। দোষ হয় না শুধু বিজেপি করলে।’
এক্ষেত্রে মমতা বাংলাদেশি অভিনেতা আব্দুল নুরের প্রসঙ্গ টানেন। বলেন, ‘একজন বাংলাদেশি অভিনেতা তৃণমূলের মিছিল দেখে দাঁড়িয়ে পড়লে তার ভিসা বাতিল করা হচ্ছে। ওদিকে বিজেপি দলে বাংলাদেশি অভিনেত্রীকে যোগদান করালে কিছু হয় না।’ পরিকল্পনামাফিক হচ্ছে গোটা ঘটনাটা বলে জানান তিনি।