‘রাহুলকে অভিনন্দন জানিয়েছি’, ‘এবার মোদীর পদত্যাগ করা উচিৎ’, BJP-কে ধুয়ে দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ জয়ী অভিষেক, রাজ্যে জয়ী তৃণমূল। বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও (Loksabha Vote) বঙ্গে গেরুয়া ঝড়। ৪২-র মধ্যে প্রায় ৩০টির মতো আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল। অন্যদিকে দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা নিয়ে যথেষ্টই খুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব খুশি মোদী হেরেছেন। মোদী হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওর অবিলম্বে উচিত পদত্যাগ করা।’ বাংলার মানুষকে, গোটা দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবথেকে বেশি ভোটে জিতেছেন বলে তাকে প্রশংসায় ভরিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

মমতা জানান, ইতিমধ্যেই তিনি রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েচেন। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘রাহুলকেও অভিনন্দন জানিয়েছি, কিন্তু ওরা এখনও জবাব দেয়নি। সে ওদের যা ইচ্ছা। ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনও অসুবিধা নেই। ’’

Mamata Banerjee says she will file defamation case from Serampore rally

আরও পড়ুন: বুধে INDIA জোটের বৈঠক! প্রধানমন্ত্রীর কুর্সিই কি এবার লক্ষ্য? মঙ্গলেই বড় ঘোষণা রাহুলের

এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী জানান, আগামীকাল বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক রয়েছে। সকলের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে মমতাকে প্রশ্ন করা হলে যিনি জানান, ‘এখনও পর্যন্ত আমার এই বিষয়ে জানা নেই। আমার এখানে অনেক কাজ রয়েছে, আমি কাউকে পাঠানোর চেষ্টা করব।’ এরপরই মমতা বলেন, আগামীকাল অভিষেককে উনি ইন্ডিয়া জোটের বৈঠকে পাঠাবেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর