আমাকে যদি গিলেও খায়, তাহলে আমি আবারও পেট ফুঁড়ে বেরিয়ে আসবঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে সকলের নজরে নন্দীগ্রামে। তৃণমূল (tmc) বনাম বিজেপি (bjp), একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং অন্যদিকে একসময় তাঁরই ছত্রছায়ায় থাকা আজকে তাঁরই প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে রাজনীতির ময়দানে।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার বেশকিছু দিন আগেই তৃণমূলের উপর বিক্ষুদ্ধ হয়ে দল বদল করে বিজেপির হাত ধরেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার মুখোমুখি রাজনৈতিক ময়দানের দুই হেভিওয়েট প্রার্থী। সমানে সমানে টক্কর।

   

freepressjournal 2021 03 6d4f5b68 c487 4b47 8fcf d12585fe4dd2 1403 pti03 14 2021 000085b

নির্বাচনের মরশুমে চন্দ্রকোনার সভায় দাঁড়িয়ে বিজেপি এবং শুভেন্দুকে একসঙ্গে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপিকে কটাক্ষ করে বলেন, বহিরাগত নেতার মতই বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলায় ভোট করাতে এসেছিল। ৩০ জনকে বন্দুক সমেত ধরেছে পুলিশ। শুধু মিথ্যে বলছে নির্বাচন কমিশনকে। ওদের হোঁদল কুতকুত মন্ত্রী বলছে ধামাকা করবে। আমিও দেখব কি করে। গিলে খাবে বাংলাকে? আমাকে যদি গিলেও খায়, তাহলে আমি আবারও পেট ফুঁড়ে বেরিয়ে আসব। সাহস থাকলে সামনে থেকে লড়াই করুক। ভোট করাতে বহিরাগত মস্তানদের নিয়ে এসেছে, ওদের আটকে দিন’।

শুভেন্দু অধুকারীকে আক্রমণ করে বলেন, ‘তখন তো সংখ্যালঘুদের ভোট নিয়েই জিতেছিল। এখন কেন তাদের বিরুদ্ধে বলছে? সেদিনের কথা সব ভুলে গিয়েছে? গদ্দার মীরজাফর। মেদিনীপুরে তৃণমূলের কয়েকটা মীরজাফর ছিল, তাড়িয়ে দিয়েছি। আর ওঁরা গিয়ে নাম লিখিয়েছে বিজেপির দলে। সিপিএমের হার্মাদরাও গিয়ে নাম লিখিয়েছে বিজেপি শিবিরে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর