‘আমাকে শেখাবেন না, আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে’, ত্রিপুরায় BJP কে তুলোধোনা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় (Tripura) বেজে গেছে নির্বাচনের দামামা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেইমত মেগা প্রচারের উদ্দেশে গতকাল ভোটমুখী ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের জনসভা থেকেই বিজেপিকে একহাত নিলেন মমতা।

এদিনের প্রচারসভায় (tripura campaign) ত্রিপুরায় চাকরি হারানো শিক্ষকদের প্রসঙ্গ তুলে ক্ষমতাসীন বিজেপি সরকারকে (BJP Government) কড়া আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে বিঁধে চাঁচাছোলা ভাষায় বলেন, ‘বিজেপি বলেছিল কি বলেনি যে চাকরি হারানো ১০ হাজার শিক্ষককে ফিরিয়ে আনবেন? পাঁচ বছর তো হয়ে গেল। আর কবে ফেরাবেন?’এর পরেই সংযোজন, ‘আমাকে এইসব শেখাবেন না। আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে।’

এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে ফুল অ্যাকশনে আক্রমণ চালান মুখ্যমন্ত্রী। এরপর কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘আপনারা মধ্যপ্রদেশে কী করেছেন? উত্তরপ্রদেশে কী করেছেন?’ নিজের কথায় কিছুটা তুলে আনেন উন্নাও ধর্ষণের প্রসঙ্গও। কটাক্ষের সুরে বলেন, ‘ধর্ষণের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, তাকেও আপনারা মুক্তি দিয়ে দিয়েছেন।’

এদিনের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা রোড শো করল ঘাসফুল শিবির। আর তাতেই দেখা গেল কাতারে কাতারে মানুষ। মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের কয়েক হাজার মানুষ জড়ো হলেন তৃণমূলের রোড শো তে। প্রসঙ্গত, তৃণমূল ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছে একবছরও হয়নি। এই স্বল্প সময়ের মধ্যেই এদিন বিপুল জনজোয়ার দেখে উচ্ছাসিত ঘাসফুল শিবির।

mamata

প্রসঙ্গত, আজ ভিন রাজ্যে গিয়ে লক্ষ লক্ষ চাকরি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরলেন মমতা। অন্যদিকে তার নিজ রাজ্য পশ্চিমবঙ্গেই নিয়োগ নিয়ে কঙ্কালসার দশা। আদালতে চলছে একের পর এক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। ন্যায্য চাকরির দাবিতে কলকাতার রাজপথে রাতের পর রাত কাটাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীরা বসে রয়েছেন শিক্ষকের আসনে। শুধুই কী তাই, নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসেবে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়েই ধুন্ধুমার দশা রাজ্যে। অন্যদিকে এই আবহেই ত্রিপুরায় গিয়ে ভিন্ন সুরে মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর