‘BJP-র হিন্দুত্ব বহিরাগত, হিন্দুধর্ম নয় ওটা’! হাবড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। তার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় ফের বিভাজন ঘটানোই বিজেপির (BJP) লক্ষ্য, দাবি করেন তিনি। বিজেপির হিন্দুত্ব বহিরাগত, তার সঙ্গে বাংলার এবং ভারতের হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই বলেও জানান মমতা।

মঙ্গলবার হাবড়ায় (Habra) প্রশাসনিক সভা থেকে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘বিজেপির মতো কুৎসিত, ভয়ানক দল আমি দেখিনি। এরা মহিলা বিরোধী। আসল হিন্দু যাঁরা সেই হিন্দুধর্ম এরা মানে না। রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ, পঞ্চানন বর্মা, মতুয়া ঠাকুর, রঘুনাথ মুর্মুকে এরা মানে না। এরা নিজেদের মতো করে একটা হিন্দুত্ব তৈরি করেছে, যা বহিরাগত হিন্দুত্ব, যার সঙ্গে বাংলার হিন্দুধর্মের, ভারতের হিন্দুধর্মের কোনও সম্পর্ক নেই’।

বিজেপি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য নষ্ট করতে চায় বলে দাবি করেন মমতা। তবে এতকিছুর পরেও তার সঙ্গে পেরে ওঠে না পদ্ম-শিবির, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ‘আমাদের মানুষদের ওপর অত্যাচার করতে চায়। আমার সঙ্গে শুধু পেরে ওঠে না। ওরা লাঠি দেখালে, আমি ডাণ্ডা দেখাই। ওরা জানে, আমার সঙ্গে লড়াই মহা মুশকিল’।

আরও পড়ুনঃ ‘আমার গায়ের রঙ তো কালো… তাহলে কী আমাকে মেয়র করত!’, হঠাৎ কেন এমন বললেন ফিরহাদ?

বিজেপিকে বাংলা বিরোধী বলেও নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঞ্জাবের শিখভাই, একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলছে। শিখ দেখলে বলছে খালিস্তানি, মুসলি দেখলে বলছে পাকিস্তানি, বাঙালি দেখলে বলছে বাংলাদেশি। দিল্লিকে জিজ্ঞেস করবেন বাংলাদেশি তকমায় কত বাঙালির ওপর অত্যাচার হয়েছে। আমাদের ভাষা এক, সেটা তো অপরাধ নয়’। বাংলা ভাষা শুনলেই বিজেপির ‘পিত্তি চটে যায়’ বলে মন্তব্য করেন তিনি।

mamata banerjee narendra modi

বিজেপি বাংলাকে পছন্দ না করলেও আমরা হিন্দিকে ভালোবাসি, বলেন মমতা। তাঁর কথায়, ‘রবীন্দ্রনাথ ‘জন গণ মন’ লিখেছিলেন, পাঞ্জাব, সিন্ধু, বিন্ধ্য, হিমাচলের কথা লিখেছিলেন। নজরুল ইসলাম লিখেছিলেন’! এখন দেশজুড়ে সিএএ লাগু করা হচ্ছে। কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? প্রশ্ন ছোঁড়েন মমতা। মুখ্যমন্ত্রী জানান, স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা, পাঞ্জাব কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই মিলেমিশে থাকে যে বাংলায়, সেখানে ঘৃণার রাজনীতি চলবে না বলে জানিয়ে দেন মমতা। পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হতে দেবেন না, জানান মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার ডাকও দেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর