বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে ভোটের প্রচার দাড়ি পড়েছে। এবার ভার্চুয়াল ভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে পৌঁছে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (mamata banerjee)। শনিবার বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়াম থেকে ভার্চুয়াল বৈঠকে বললেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোট পরবর্তীতে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন মুখ্যমন্ত্রী।
ভার্চুয়াল সভা হলেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে মমতা ব্যানার্জি বলেন, ‘কাজ অনেক করেছেন, এবার ঘণ্টা বাজান, থালা বাজান। বাংলায় লক্ষ লক্ষ ক্যাডার, দু’লক্ষের উপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছে। ওদের কারোরই করোনা টেস্ট করানো হয়নি। ওরাই এক জায়গা থেকে অন্য জায়গায় করোনা ছড়াচ্ছে’।
কেন্দ্র সরকারকে অপদার্থ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘একটা অপদার্থ কেন্দ্র সরকার। সব নিজের হাতে রেখে দিয়েছ, এদিকে রাজ্যের হাতে কিছুই দিচ্ছে না। আপনাদের বলব, ভোট করুন আর মানুষের পাশে আপনার থাকুন’।
শুধু বিজেপিকেই আক্রমণ করে থেমে থাকেননি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বললেন, ‘নির্বাচন কমিশন এমন করছে, যেন ক্ষমতায় চলে এসেছে বিজেপি। কোন নির্দেশে কাজ হচ্ছে, সবই বুঝতে পারছি। শুধুমাত্র বিজেপিকে ক্ষমতায় আনার জন্যই, এখানে ৮ দফায় ভোট করালো নির্বাচন কমিশন’।
এরপরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশেই আমার দলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আমি সমস্ত প্রমাণ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচনের পরে সুপ্রিম কোর্টে আমি যাব’।