বাংলাহান্ট ডেস্কঃ পূর্বে নানাভাবে অভিযোগ কররা পর এবার বিধানসভায় দাঁড়িয়েই সরাসরি নির্বাচন কমিশনের (Election Commission) দিকে আঙ্গুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নির্বাচনে কিছু কিছু জায়গায় রিগিং হয়েছে, আর সেই রিগিং-এ সাহায্য করেছে নির্বাচন কমিশন।
বুধবার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যায়ক্রমিকভাবে শপথ নিলেন বাকি বিধায়করা। এরপর শনিবার ধ্বনি ভোটের মাধ্যমে বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। অবশ্য এই স্পিকার নির্বাচন আগে থাকতেই বয়কট করেছিল বিজেপি শিবির।
এবিষয়ে বিজেপির দিকে তোপ দেগে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সাহায্য না করত, তাহলে বিজেপি ৩০ টিও আসন পেত না। কমিশনের সাহায্যেই বিজেপি এইকটা আসন পেয়েছে। বিজেপির পার্টি অফিস থেকে যা নির্দেশ এসেছে, কমিশন তাই করেছে। আমি চ্যালেঞ্জ করছি, ওদের লজ্জা নেই’।
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কমিশনের বিরুদ্ধে রিগিং-র অভিযোগ তুলে তিনি বলেন, ‘সেই টি এন সেশনের সময় থেকেই দেখে আসছি নির্বাচন কমিশন রিগিং ঠেকাচ্ছে। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু এবারের নির্বাচনে কিছু কিছু জায়গায় রিগিং হয়েছে, আর সেই রিগিং-এ সাহায্য করেছে নির্বাচন কমিশন। বাংলা শুধু জেতেনি, নির্বাচনের ফলের পর প্রমাণ হয়ে গেছে বাংলার মেরুদণ্ড সর্বদা শক্ত থাকবে’।
ভোট পরবর্তী বাংলায় যে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে, তার জন্য বিজেপি শিবির দায়ী করেছে শাসক দলকেই। কিন্ত মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি এই মানুষের জয় এবং জনমত কিছুতেই মেনে নিতে পারছে না। এই হিংসার জন্য দায়ী বিজেপিই। যেখানে যেখানে বিজেপি জিতেছে, সেখানে সেখানেই হিংসা ছড়িয়ে পড়ছে। ওদের দেখানো ভিডিও ৯৯ শতাংশ মিথ্যে।