আমি একটা বড় গাধা, আমি বুঝতেই পারিনি যে এরা এত টাকা করেছে : মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফা ( Assembly Election ) ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে শেষ রবিবার অর্থাৎ আজ শাসকদল তৃণমূল ( TMC ) এবং প্রধান বিরোধীদল বিজেপি ( BJP ) তাদের নির্বাচনী প্রচারে এক বিন্দু ফাঁক রাখতে চাইছে না। সেই মত এই প্রথম বাংলায় একইদিনে আলাদা আলাদা স্থান থেকে নির্বাচনী সভা করছে মোদী-অমিত শাহ ( Narendra Modi & Amit Shah ) । থেমে না থাকা তৃণমূলও একই দিনে একাধিক জায়গায় প্রচার জনসভার আয়োজন  করেছে।

আজ সেই নির্বাচনী প্রচার মঞ্চে উঠে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ( Mamata Banerjee )। একের পর এক আর্থিক লেনদেনের ‘অভিযোগ’ তুলে সরব হন তিনি। এদিন মমতা ব্যানার্জি বলেন, ‘ নির্বাচনের সময় দেখবেন, কাউকে ৫০০ টাকা বা কাউকে ১ হাজার টাকা দিচ্ছে তারা।’ এমনকি তিনি অধিকারী ( Adhikari ) পরিবারকে কটাক্ষ করে বলেন , “গদ্দারদের অনেক টাকা তো, আমি একটা বড় গাধা জানেন তো? এই গদ্দাররা দলে থেকে হাজার হাজার কোটি টাকা করেছে, আমি বুঝতেই পারিনি।”

   

Mamata Banerjee

এমনকি তিনি আরও বলেন যে, ” আমি এতদিন বুঝতে পারিনি। দলে থেকে এরা টাকা করে এখন গুন্ডা পুষছে। আর সেই গুন্ডাদের টাকা দিচ্ছে।” বিজেপি-তে যোগ দেওয়ার পর্বে শুভেন্দুর একটি মন্তব্যকে টেনে এনে মমতা আরও আক্রমণ শানালেন যে, “২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ঘরে সিঁধ কেটে বিজেপিকে এনেছে। মানে মেদিনীপুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছে।”

অন্যদিকে মমতাকে একেরপর এক দুর্নীতির অভিযোগে এগরার জনসভা থেকে আক্রমণ শানালেন অমিত শাহও। তিনি এদিন বলেন, “সব কাজে কাটমানি দিতে হচ্ছে। তোলাবাজি হচ্ছে। আর মমতাদিদি বলেন যে ৫০০ টাকা নিয়েছে, তাতে কী হয়েছে।”  তিনি আরও বলেন  “মমতাদিদি আপনার বিষয়টা আলাদা। ভাইপোর কাটমানি আপনার কাছে আসে। বাংলার গরিব শ্রমিক, মৎস্যজীবীদের কাছে ৫০০ টাকা অনেক বড়। “।

সম্পর্কিত খবর