‘কাজ দিয়েই জবাব দেব’!রাজপাট হাতে নিয়েই বিরোধীদের তোপ মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে ফিরেই আবার নিজের রাজপাট হাতে তুলে নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন। বিদেশ সফরে শেষে মমতা আবার ফিরলেন নিজের মেজাজে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই নাম না করে বিরোধীদের আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা,’আমাদের কাজ ওদের ঈর্ষা তত বেশি উন্নয়ন।’

বিরোধীদের সপাট জবাব মমতার (Mamata Banerjee)

লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ  কলেজের মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে বাংলার মানুষের প্রতি সারা বিশ্বের মানুষের কৌতুহল ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাষণের মাঝেই আচমকা বাম সমর্থকদের বিক্ষোভ নিয়ে ইতিমধ্যে ব্যাপক জলঘোলা হয়েছে। সেখানেই নাম না করে বাংলার বিরোধীদের আক্রমণ করেছিলেন মমতা।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, ‘ওরা যত চক্রান্ত করবে, যত বাধা দেবে, তত আমরা এগিয়ে যাব। মানুষকে সাথে নিয়ে, মানুষের প্রয়োজন মিটিয়ে বিপুল উন্নয়ন-কর্মযজ্ঞ বাস্তবায়িত করব। আর সেই কারণে প্রতি পদে পদে, সব জায়গায়, সর্বক্ষেত্রে ওদের এই হিংসা-ঈর্ষার জবাব দেবে বাংলার সাধারণ মানুষ। ওরা কেন্দ্রের ক্ষমতায় থেকে যত বাংলার গৌরবকে খর্ব করার চেষ্টা করবে, আমরা তত পশ্চিমবঙ্গকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করব।

আরও পড়ুন: এবার অনলাইনেই আবেদন করা যাবে এসব সার্টিফিকেটের জন্য, মিলবে মাত্র সাত দিনে, বিরাট উদ্যোগ রাজ্যের

অক্সফোর্ডে ‘রাম-বাম’-এর বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেছেন, ‘এসবের জন‌্যই সিপিএম আরও তলানিতে যাচ্ছে। ওদের কাজকর্মের জন‌্যই মানুষ শূন‌্য করে দিয়েছে।’বামের সঙ্গে রামের যোগ নিয়েও তোপ দেগে তিনি বলেছেন, ‘মানুষের কাছে প্রত‌্যাখ‌্যাত হয়ে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করে বাংলার প্রতি ধারাবাহিক বঞ্চনা করে যাচ্ছে। মানুষ সবই বুঝতে পারছে। তবে ওরা যাই করুক না কেন, আমাদের কোনওদিনই বাংলার উন্নয়নের পথ থেকে সরাতে পারবে না।’

Mamata Banerjee

শুক্রবার রাত দশটা নাগাদ রওনা দিয়ে শনিবার সকালে প্রথমে দুবাই পৌঁছান মুখ‌্যমন্ত্রী। জানা যাচ্ছে চালকহীন ভুগর্ভস্থ অটোমেটিক ট্রেনে করে টার্মিনাল বদল করে কলকাতার বিমান ধরেছেন তিনি। ঘণ্টা তিনেক যাত্রা বিরতি করেই দুপুরে রওনা হয়ে সন্ধ‌্যা ৬.৪৬ মিনিটে দমদম বিমানবন্দরে নেমেছেন মমতা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X