‘ইমামদের ভাতা ২৫০০ টাকা আর পুরোহিতদের জন্য ১০০০! এমন বৈষম্য কেন?’- মমতাকে আক্রমণ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ দলবদলের পর থেকে বারংবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (mamata banerjee) আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন রানি রাসমনি রোডে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায়ও তার ব্যক্তিক্রম হল না। মঞ্চে দাঁড়িয়ে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা প্রসঙ্গে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী দিকে।

সভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্যের পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু এদিকে ইমামরা পাচ্ছেন ২৫০০ টাকা ভাতা। তাহলে রাজ্যের পুরোহিতরা কেন ১০০০ টাকা করে পাবেন?’

jdvc cccb

নিজেকে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান বলে দাবি করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা ব্যানার্জি তো নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করেন। কিন্তু এখানে ইমাম এবং পুরোহিতদের কেন সমান চোখে দেখা হচ্ছে না? কেন এই বৈষম্য? আমরা তো ওদের কমাতে বলছি না, আরও বাড়িয়ে দিন ওদের। আমাদেরও বাড়াতে হবে। তেমনি ৫০০ থেকে ১০০০ টাকা বাড়াতে হবে পুরোহিতদের ভাতা’।

এখানেই থামলেন না এই নব বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী আরও বললেন, ‘ইমাম ভাতা পেতে গেলে রাজ্যের বাসিন্দা না হলেও চলবে। মানে রোহিঙ্গা, বাংলাদেশী হলেও রাজ্যের ইমাম ভাতা পাওয়া যাবে। কিন্তু পুরোহিত ভাতা পেতে গেলে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এমনকি আধার কার্ডও দেখাতে হবে’।

dbcncsn

এরপর শুভেন্দু বলেন, ‘কতজন পাচ্ছেন পুরোহিত ভাতা? মাত্র ৮ হাজার জন। কিন্তু ইমামরা ভাতা পাচ্ছেন ৬০ হাজার জন। প্রায় সকলেই। এটা কি ঠিক?’

Smita Hari

সম্পর্কিত খবর