মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন মিষ্টি, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একগুচ্ছ ছবি

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে (Tollywood) এখন যেন বিয়ের মরশুম। মাত্র কয়েকদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন ‘সোহাগ জল’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সুদীপ্তা বন্দোপাধ্যায় (Sudipta Banerjee)। আর এবার সাত পাকে বাঁধা পড়লেন মিষ্টি সিং(Misty Singh)। দীর্ঘ ১৪ বছরের প্রেম পেল পরিণতি।

বৃহস্পতিবার শহরের একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। নবদম্পতিকে আশীর্বাদ দিতে স্বয়ং হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পা ছুঁয়ে নতুন জীবন শুরু করলেন মিষ্টি-রেমো। হাজির ছিলেন টেলিভিশন জগতের বহু তারকারা। misty singh

যদিও মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি এই তারকা জুটি। বিয়ে করেছেন আইনি মতে। তবে আংটি বদল, মালা বদল এবং সিঁদুর দান সবই সেরেছেন তাঁরা। মালাবদলের সময় কেঁদে ভাসালেন মিষ্টি।

বিয়ের দিন রাজকীয় সাজে সেজে উঠেছিলেন পর্দার ভাদু। লাল লেহেঙ্গা, কুন্দনের হার, মাথায় পট্টি, নথনি, হাতে কলিরে আর চূড়া। বাঙালি কনের সাজে দেখা গেল না মিষ্টিকে। বরং রাজপুত ঘরানার বধু বেশেই সেজে উঠেছিলেন পর্দার ভাদু।

স্ত্রীয়ের পোশাকের সঙ্গে রংমিলিয়ে পোশাক পরেছিলেন রেমো। তাঁর পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি। সঙ্গে লাল ওড়না। টলি পাড়ায় পরিচিত মুখ তিনি। এছাড়াও রয়েছে তাঁর নিজস্ব রিয়েল এস্টেটের ব্যবসা। রয়েছে একটি প্রোডাকশন কোম্পানিও।

অভিনেত্রীর বিয়েতে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস। ছিলেন অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ সহ গোটা টিম। হাজির ছিলেন মিষ্টির ঘনিষ্ঠ বান্ধবী তৃণা। রুপোলি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি। নব দম্পতির সঙ্গে পোজ দিয়ে ফটো তুললেন দেবচন্দ্রিমা।

বিয়েতে হাজির ছিলেন চাঁদনী সাহা, মধুপ্রিয়া চৌধুরী, তিথি বসু, তন্নী লাহা রায় সহ টেলিপাড়ার এক ঝাঁক তারকারা। নাচে গানে খানাপিনায় জমজমাট হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। বন্ধু এবং পরিবারকে পাশে নিয়ে একের পর এক ছবিতে পোজ দিলেন নব দম্পতি।

additiya

সম্পর্কিত খবর