বাংলা হান্ট ডেস্কঃ একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে মোদী সরকার। বাংলার শাসকদলের এই অভিযোগ বহুদিনের। বহুবার কেন্দ্রের কাছে আর্জি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় কেন্দ্রীয় বকেয়ার দাবিতে গত শুক্রবার থেকে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার জন্য ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর সেখান থেকেই বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আসন্ন লোকসভা নির্বাচন। আর তার আগেই কার্যত মাস্টারস্ট্রোক মমতার। রেড রোডে মমতার ধরনার দ্বিতীয় দিনেই সকলকে চমকে দিয়ে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন, বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না। বঞ্চিতদের ১০০ দিনের সব টাকা দেবে রাজ্য (100 days work Dues)।
লোকসভা ভোটের আগে ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে আর ভিক্ষা নয়, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে খোদ মমতা সরকার। প্রকাশ্য সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, ‘‘২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে।’’
সেই সময় মমতা বলেন, ‘১০০ দিনের কাজটা ম্যান্ডেটরি ছিল দিল্লির সেটা দেয়নি। ওদের বিজ্ঞাপন দেখছি ৮০ কোটি লোককে বাড়ি দিয়েছে। এদিকে বাংলার ৫৪ লক্ষ মানুষ কিছুই পাননি। টাকা ঢেলে খবরের কাগজে ছাপা হরফে মিথ্যা বলছে। এতদিন সেই টাকাটাও দিয়ে দিলে, যাদের ঘর, আর বাংলার ২১ লক্ষ শ্রমিক, যারা ১০০ দিনের কাজ করেছে, তারা নিজেদের প্রাপ্য টাকা পেয়ে যেত।’
আরও পড়ুন: শীত, বৃষ্টি তুচ্ছ! এবার দক্ষিণবঙ্গে অন্য দুর্যোগ, ৬ জেলায় জারি সতর্কতা: IMD’র ভয়ঙ্কর আপডেট
মমতা বলেন, “আবাসনের কথাটা আমি আজকে বলব না। ঠিক সময় মত বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।” প্রসঙ্গত, এর আগে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে লড়াইয়ে নেমেছিলেন অভিষেক। সাংসদেরও প্রতিশ্রুতি ছিল কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে। আর সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী।