পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর, পাঠানো হবে অনলাইনে টাকা

বাংলা হান্ট ডেস্কঃ দেশে বেড়ে চলেছে করোনার প্রকোপ। আর এই প্রকোপ রুখতে দেশে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রথম লকডাউন শেষ হওয়ার পর আবারও আগামী ৩রা মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেন তিনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণার আগে পশ্চিমবঙ্গে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। করোনার সঙ্কটের কারণে লকডাউন, আর এই এই লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রেয়েছে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers)। তাঁরা এখন সবাই নিজের বাড়ি ফিরতে চাইছে।

fb migrant workers r 041620125011

তাদের কাছে জমানো টাকা শেষের দিকে। খাদ্য, বস্ত্র আর বাসস্থান সবদিক থেকেই মুশকিলে পড়েছে তাঁরা। এবাই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কল্পতরু হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দেশের বিবিন্ন প্রান্তে আটকে পরা এরাজ্যের শ্রমিকদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের জন্য করা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্নেহের পরশ (Sneher Porosh)।

এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পরা বাংলার শ্রমিকরা অনলাইনের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। এই প্রকল্প অনুযায়ী, ভিন রাজ্যে আটকে পরা শ্রমিকদের ১ হাজার টাকা করে দেওয়া হবে। আগামী সোমবার থেকেই চাল্য হবে এই প্রকল্প।

এই প্রকল্প চালু করার আগে, দেশের ১৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বাংলার শ্রমিকদের দুর্দশার কথা ভাবার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উল্লেখ্য, ভিন রাজ্যে পেটের দায়ে পারি দেওয়া বাংলার শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্প যে এক নতুন আশার আলো দেখাচ্ছে, সেটা বলাই বাহুল্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর