বাংলা হান্ট ডেস্কঃ উপনির্বাচনের আবহে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিটিএ বৈঠক থেকে শুরু করে সরস মেলার উদ্বোধন, সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এর মাঝেই এবার পাহাড়ে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়ে মুখ খুললেন তিনি। বিমল গুরুং নয়! এখন যে অনীত থাপাই তৃণমূলের ভরসা, তা কার্যত পরিষ্কার করে দিলেন দলনেত্রী।
‘অনীত থাপা এগিয়ে যাক’! বললেন মমতা (Mamata Banerjee)
রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, ভোটের সময়ই কখনওই পাহাড়ে তেমন দাপট দেখাতে পারেনি তৃণমূল (Trinamool Congress)। এবারের লোকসভা নির্বাচনের আগেও যেমন দেখা গিয়েছে, দার্জিলিং জুড়ে শুধুই অনীত! তৃণমূলের পতাকা তো দূর, দার্জিলিংয়ে মমতার বড় কোনও হোর্ডিংও নেই। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই অনীতকেই গুরুত্ব দিলেন তৃণমূল নেত্রী।
পাহাড়ে একটি মনিটরিং কমিটি বানানো হয়েছে। অনীতকে (Anit Thapa) তার চেয়ারম্যান করেছেন মমতা। এদিন দার্জিলিংয়ে দাঁড়িয়ে তিনি সাফ বলেন, দার্জিলিং, কালিম্পংয়ে অনীত থাপা এগিয়ে যাক আমরা চাই। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওঁর সমন্বয় রয়েছে, আর থাকবেও।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির কুন্তলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি! আজ হাইকোর্টে ED যা বলল… তোলপাড় বাংলা!
এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন, পাঁচ বছর পর কেউ কেউ নেতা হতে আসেন, আর অশান্তি করে চলে যান। হোটেল, দোকান বন্ধ হয়ে যায়। পর্যটকরা আর আসেন না। লোকে পাহাড়ে ঘুরতে আসতে চায় না। পাহাড়ে শান্তি আসুক আমি চাই। উন্নতি হোক আমি চাই।
উল্লেখ্য, বিগত কয়েক বছরেই পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন অনীত থাপা। চব্বিশের লোকসভা ভোটের সময়ও দার্জিলিং হয়ে উঠেছিল ‘অনীতময়’। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, পাহাড়ে একার শক্তিতে বিজেপিকে হারানো যে বেশ কঠিন, সেটা তৃণমূল জানে। মমতারও (Mamata Banerjee) একথা অজানা নয়। আর সেই জন্যই এবার পাহাড়ের বুকে জোড়াফুল শিবিরের ভরসা অনীত। দার্জিলিং থেকে আজ সেটা পরিষ্কার করে দিলেন তৃণমূল সুপ্রিমো নিজে।