সবার মুখ বন্ধ, বলবেন শুধু মমতা! আরজি কর ইস্যুতে এবার বিরাট সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ইস্যু নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি ক্রমবর্ধমান। হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। ঘটনার এক মাসের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উৎসবে ফেরার ‘আহ্বান’ জানানোয় শুরু হয় নয়া বিতর্ক। জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, আন্দোলনই তাঁদের উৎসব। এই আবহে এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর।

  • আরজি কর ইস্যুতে বড় সিদ্ধান্ত (Mamata Banerjee)!

মঙ্গলবার একদিকে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, আরজি কর ইস্যু (RG Kar Case) নিয়ে তিনি ছাড়া ক্যাবিনেটের আর কোনও সদস্য কোনও মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার আছে সেটা মমতাই বলবেন।

  • দু’টি বিশেষ ইস্যুতে বেশি ‘ফোকাস’ মুখ্যমন্ত্রীর!

জানা যাচ্ছে, এদিনের বৈঠকে ১৬টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে মমতার (Mamata Banerjee) তরফ থেকে দু’টি ইস্যুতে বেশি ‘ফোকাস’ করা হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ৫টি অতিরিক্ত পকসো ফাস্ট ট্র্যাক আদালত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দ্রুততার সঙ্গে কাজ করার কথাও বলা হয়েছে। পাশাপাশি পূর্ণ মন্ত্রীরা যাতে প্রতিমন্ত্রীদের বেশি করে দায়িত্ব দেন, সেই নির্দেশও দিয়েছেন মমতা।

আরও পড়ুনঃ ১-২ নয়, আরজি করের ৫১ জন ডাক্তার সাসপেন্ড! এবার জারি কড়া বিজ্ঞপ্তি

অনেকদিন ধরেই প্রতিমন্ত্রীদের তেমন দায়িত্ব না দেওয়া নিয়ে চাপানউতোর চলছিল। এদিনের বৈঠকে তাই এই নিয়ে বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই আরজি কর ইস্যুতে তিনি ছাড়া ক্যাবিনেটের আর কোনও সদস্য কোনও মন্তব্য করবেন না এই বিষয়েও স্পষ্ট নির্দেশ দেন মমতা। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

Mamata Banerjee

এদিন বৈঠকের পর আগামী ১২ তারিখ ফের একটি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেদিন সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালদের নিয়ে তিনি বৈঠক করবেন বলে খবর। সেই বৈঠকে পুলিশ সুপার, জেলাশাসক, কমিশনারেটের সিপি, সিএমওএইচ, এমএসভিপি-দের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ১২ তারিখ দুপুরে নবান্ন সভাঘরে এই বৈঠক হতে চলেছে বলে খবর। এই বৈঠকে কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর