বড় গাড়ি ঢুকলেই কাটা যাবে মাইনে! এবার কড়া ঘোষণা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে রাজ্যের নানান প্রান্ত থেকে মাঝেমধ্যেই অভিযোগ উঠতে দেখা যায়। এবার এই নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারের বৈঠক থেকে এই নিয়ে বার্তা দেন তিনি। স্পষ্ট জানান, গ্রামীণ রাস্তায় যদি বড় গাড়ি ঢোকে, তাহলে মাইনে কাটা যাবে পুলিশের।

  • রাজনৈতিক নেতার গাড়ি হলেও মিলবে না ছাড়! বার্তা মমতার (Mamata Banerjee)

পথশ্রী প্রকল্পের (Pathasree Scheme) আওতায় বাংলায় ১০,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বারবার বলেছেন, রাজ্য নিজের টাকায় এই রাস্তা তৈরি করেছে। কেন্দ্রের তরফ থেকে কোনও টাকা আসেনি। এরপরেও সেই রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে প্রায়ই নানান অভিযোগ উঠতে দেখা যায়। এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে।

গ্রামীণ রাস্তায় বড় বড় গাড়ি ঢোকার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। হতশ্রী দশা হচ্ছে রাস্তার (Road)। নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের সাহায্যে এমনটা হচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিলেন মমতা। স্পষ্ট জানালেন, গ্রামীণ রাস্তায় যদি বড় গাড়ি ঢোকে তাহলে পুলিশের বেতন কাটা যাবে।

আরও পড়ুনঃ ‘মারাত্মক অভিযোগ…’! ১১ জন সাসপেন্ড হওয়া ডাক্তারকে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ রাস্তায় শুধুমাত্র মাছ, দুধ এবং সারের গাড়িকে ছাড় দেওয়া হবে। এছাড়া আর কোনও বড় গাড়ি ঢুকবে না। এরপরেও যদি সেখানে বড় গাড়ি ঢোকে, তাহলে পুলিশের বেতন কাটা যাবে। এমনকি কোনও রাজনৈতিক নেতার গাড়ির ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না বলে নির্দেশ দেন তিনি।

Mamata Banerjee Government scheme announcement

মমতার (Mamata Banerjee) পর্যবেক্ষণ, শুধুমাত্র বড় গাড়ি প্রবেশ নয়, বহু সময় জলের পাইপ বসানোর সময় রাস্তা ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গেই টেলি কমিউনিকেশন বিভাগের কাজের সময়ও অনেকসময় রাস্তা ভেঙে যায়। মুখ্যমন্ত্রীর দাবি, কোনও বিভাগের কাজের জন্য রাস্তা ভেঙে গেলে সেটা সারিয়ে দেওয়ার দায়িত্বও ওই বিভাগের ওপর বর্তায়। তবে সেটা হচ্ছে না। দুই বিভাগের মধ্যে সমন্বয় নেই বলে অভিযোগ করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X