হকার উচ্ছেদের পর এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার! রাতের ঘুম উড়ল টোটো চালকদের

বাংলা হান্ট ডেস্কঃ রমরমিয়ে বেআইনি টোটোর দাদাগিরির দিন শেষ। এবার বেআইনি টোটো বন্ধ করতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Transport Minister Snehasis Chakraborty) সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিবহনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাও।

টোটো নিয়ে বিরাট নির্দেশ মমতার (Mamata Banerjee)

শহর থেকে জেলা, টোটোকে কেন্দ্র করে নিত্যদিন যানজটের সমস্যা বেড়েই চলেছে। এই আবহে টোটোকে আইনি বৈধতায় আনতে নীতিমালা তৈরির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি রাজ্যে টোটোকে কেন্দ্র করে একাধিক গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে হাল ধরতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠকে পরিবহন পরিষেবা সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয়। মুখ্যমন্ত্রী তরফে বেশ কিছু নির্দেশও দেওয়া হয় পরিবহনমন্ত্রীকে। জানা গিয়েছে এদিন বিশেষত টোটো সমস্যা সমাধানে নির্দেশ দেন মমতা।

সম্প্রতি মালদায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিক্ষোভে পুলিশের গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। এর জন্যই টোটোকেই দায়ী করছে বিদ্যুৎ বণ্টন নিগম। তাদের দাবি, রোজ রাত ৯টা বাজলেই বাড়িতে ব্যবহারের বিদ্যুৎ দিতে গোটা এলাকায় হাজার হাজার টোটো চার্জিংয়ে বসানো হয়। ফলে ভোল্টেজ কমে যায়।

ওদিকে কোনো আলাদা নিগমের বদলে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সঙ্গেই এসবিএসটিসি (SBSTC), এনবিএসটিসি (NBSTC) তে মিশিয়ে দিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে অগস্ট থেকে শহর কলকাতায় ১৫ বছরের পুরোনো বাস বাতিলের নির্দেশ দেওয়া হয়।

সেই প্রসঙ্গ টেনে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, রাস্তায় একদিকে বাস কমছে কিন্তু তেলের খরচ বাড়ছে কেন তাহলে? সূত্রের খবর, পরিবহন সংক্রান্ত আরও একাধিক বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিবহন মন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন।

mamata banerjee

আরও পড়ুন: বাড়বে বর্ষণ! আজ থেকে টানা সাত দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়: আবহাওয়ার খবর

প্রসঙ্গত, নদিয়ার টোটো রুট সংক্রান্ত এক রায় দিতে গিয়ে গত ১ অগাস্ট অটো টোটো, ই-রিকশা, ম্যাজিক ট্রেকার ইত্যাদি বেআইনি হলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেআইনি যানের দাদাগিরি রুখতে আচমকা পরিদর্শনের পাশাপাশি বিশেষ টিম তৈরির কথাও বলে কলকাতা হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর