ভবানীপুরে রেকর্ড ভোট জয়ী মমতা, প্রিয়াঙ্কা আর শ্রীজীব কত পেলেন?

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। ভবানীপুরের উপনির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-র নির্বাচনের থেকেও দ্বিগুণ ভোট পেয়ে তিনি এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।।

ভবানীপুরে ১৯ রাউন্ড গণনার শেষে ঘরের মেয়ে পান ৭৬ হাজার ৪১৩টি ভোট। ২১ রাউন্ড গণনা শেসে মুখ্যমন্ত্রী মমতা ২০১১-র নিজের রেকর্ড ভেঙে দ্বিগুণ ভোট পান। উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটে হারিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মোট ভোট পেয়েছেন ৮৪ হাজার ৭০৯। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মোট ভোট পেয়েছে ২৬ হাজার ৩১০। অন্যদিকে, বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ২০১টি ভোট। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজের জমানত বাঁচাতে পারলেও, বাম প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে।

অন্যদিকে, বিজেপির প্রার্থী অভিযোগ করে বলেছেন যে, প্রতিটি বুথে কমপক্ষে ১০০টি করে ছাপ্পা ভোট পড়েছে। তিনি ভবানীপুরে বিজেপির সাংসগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করেছেন। পাশাপাশি সামসের গঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। একটি উপ নির্বাচন আর দুটি নির্বাচনের মোট ফলাফল তৃণমূল ৩, বিরোধীরা শূন্য।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর