“বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে একটা আসনও পাবেনা বিজেপি” : বিস্ফোরক মমতা

 

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বমহিমায় ফিরে এলেন ২০১৯ এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর। প্রায় প্রত্যেকেই ভাবছিলেন যে লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর প্রবল চাপে থাকবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যে অন্যকে চাপে রাখতে বেশি ভালোবাসেন তা আবারও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

জানা গেছে নৈহাটিতে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী। যেসমস্ত তৃণমূল কর্মী ঘরছাড়া তাদের উদ্দেশ্যে এবং বিজেপির উদ্দেশ্যে তোপ দেগেছেন তিনি। তাঁর কথায় ‘দীনেশ ত্রিবেদী হারেনি, বিজেপি প্ল্যান করে তাকে হারিয়েছে।’ আবার ব্যারাকপুরকে নিজের দখলে নেবেন তিনি। তিনি দাবি করেছেন সারা রাজ্য জুড়ে বিজেপির যে রেজাল্ট, তায পেছনে কু-হাত আছে গেরুয়া শিবিরের। তাঁর আরও অভিযোগ টাকা খাইয়ে এই কান্ড করেছে বিজেপি।

16f8b img 20190601 wa0048

দলকে আবার সজাগ করতে সকলকে একজোট হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে একটা আসনও পাবেনা বিজেপি।

সম্পর্কিত খবর