জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের, কেন্দ্রকে তুলোধনা করে প্রতিবাদের ডাক মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ‘জাল’ ওষুধের বাড়বাড়ন্তের মাঝেই হুট করে অত্যাবশ্যকীয় ৭৮৪ টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্যারাসিটামল, সুগার, প্রেশার, বাত, ঘুম, কাশির মতো সাধারণ থেকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ইঞ্জেকশনের দাম মঙ্গলবার থেকেই বৃদ্ধি পাওয়ার কথা ঘোষণা করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এবার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নবান্ন থেকে প্রতিবাদের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ওষুধের দাম বৃদ্ধিতে কেন্দ্রের উপরে ক্ষোভ মমতার (Mamata Banerjee)

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতি গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। তা অনুধাবন করেই কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সাধারণ মানুষের প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি আমাকে ভাবতে বাধ্য করেছে। আমি একাধিক বার কেন্দ্রের কাছে আবেদন করেছি, যাতে স্বাস্থ্য বিমার উপরে জিএসটি প্রত্যাহার করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি”।

Mamata Banerjee calls for protest against medicines price hike

আমজনতার জন্য স্বাস্থ্য সাথী রাজ্যের: এরপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ওষুধের উপরে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আগামী ৪ ঠা এবং ৫ ই এপ্রিল রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে ব্লকে সভা এবং প্রতিবাদ মিছিল করা হবে। কেন্দ্রের ‘একতরফা স্বৈরাচারী’ সিদ্ধান্ত মানবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা (Mamata Banerjee)। এদিন তিনি আরো বলেন, রাজ্যের সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন। তাই ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প শুরু করা হয়েছে। বিনামূল্যে জেনেরিক ওষুধ সরবরাহ পাশাপাশি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। ৩০-৩৫ হাজার শিশুর ব্যায়বহুল হার্ট অপারেশনও বিনামূল্যে করা হয়েছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরো পড়ুন : মাত্র ১৫ মাসে খতম ৪০০ সদস্য! বেগতিক বুঝে কেন্দ্রের কাছে যুদ্ধবিরতির বার্তা মাওবাদীদের

কত দাম বাড়ল ওষুধের: প্রসঙ্গত, এনপিপিআর এর তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২০১৩ এর কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ১৬ (২) অনুচ্ছেদ মেনেই ওষুধের দাম বৃদ্ধির জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই ৭৮৪ টি ওষুধের এমআরপি এর উপরে ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুন : অর্থনীতিতে স্নাতকোত্তর, তাক লাগানো কর্মজীবন! চমকে দেবে RBI-এর নয়া ডেপুটি গভর্নর পুনম গুপ্তার পরিচয়

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনের তরফে বলা হয়েছে, যে ওষুধগুলির দাম বাড়ানো হয়েছে সেগুলি মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয়। কেন আচমকা এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত তার কোনো যুক্তিসঙ্গত কারণ এখনো জানানো হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X