সেরার সেরা বাংলা! সবাইকে ছাপিয়ে জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার মুখ 

বাংলা হান্ট ডেস্কঃ এবার যোগী রাজ্য উত্তর প্রদেশকেও (Uttarpradesh) টেক্কা দিয়ে সারাদেশে বাংলার জয়জয়কার। আর এই সাফল্য এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনকালেই। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এমনটাই দাবী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন  মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রাণীজ প্রোটিন দুধ-ডিম এবং মাংস উৎপাদনের হারে লোকসভা আসনের নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ (West Bengal)।

দুধ, ডিম, মাংস উৎপাদনে রেকর্ড করল মমতার (Mamata Banerjee) সরকার

এখানে বলে রাখা ভালো,উত্তরপ্রদেশের লোকসভা আসন সংখ্যা ৮০, তারপরেই ৪৮ আসন সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। আর ৪২টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং অন্ধপ্রদেশ। দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী রাজ্যের স্থান দখল করার পর এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী রাজ্য।

আরও পড়ুন: লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার পর আসবে এই পরিবর্তন, জানলেই অবাক হবেন

রিপোর্ট বলছে জাতীয় উৎপাদনের নিরিখে এক্ষেত্রে মোট ১২.৬২ শতাংশই বাংলার অবদান। পোলট্রি বিভাগেও রেকর্ড হারে উৎপাদন করেছে রাজ্য। জানা যাচ্ছে, বাংলায় ডিম উৎপাদনের হার ১৮.০৭ শতাংশ, এক্ষেত্রে সারা দেশের গড় হার ৩.১৮ শতাংশ। তাই সবমিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনের নিরিখে সারা দেশে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ।

Mamata Banerjee

শুধু তাই নয়, দুধ উৎপাদনেও এগিয়ে বাংলা। দুধ উৎপাদনের নিরিখে সারা দেশে গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলায় মাত্র ৯.৭৬ শতাংশ দুধ উৎপাদন হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, ‘আমাদের রাজ্যের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ। জাতীয় গড় ৩.১৮ শতাংশ।’ তাই জাতীয় স্তরের  এই সাফল্যকে নিজের সরকারের ১৩ বছরের সাফল্য দাবি করে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর লিখেছেন, ‘এই অর্জন প্রমাণ করে আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির সুফল পাচ্ছেন আমাদের কৃষক এবং উৎপাদকরা। নতুন শক্তিতেও বলীয়ান হচ্ছেন তাঁরা।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর