তৃণমূল কি আদৌ I.N.D.I.A জোটের অংশ? ভোটের মধ্যেই এবার বিরাট ঘোষণা মমতার, তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অংশ কিনা এই নিয়ে লোকসভা নির্বাচনের আবহে জোর চর্চা হয়েছে। ভোটের আবহে বুধবার ইন্ডিয়া জোট নিয়ে বিরাট মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে জোর চর্চা হয়েছিল। এবার সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ইন্ডিয়া জোটে (I.N.D.I.A Alliance) নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

গতকাল মমতা বলেন, ‘মোদী বলছেন ৪০০ পার, মানুষ বলছে এবার হবে পগার পাড়। ইন্ডিয়া জোট… এখানকার বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে আমরা সরকার গড়ে দেব’। মমতার এই মন্তব্য নিয়ে বাম-কংগ্রেস উভয় দলই পাল্টা সুর চড়িয়েছিল। আজ ইন্ডিয়া জোট নিয়ে অবস্থান ব্যাখা করলেন তৃণমূল নেত্রী।

   

আজ হলদিয়ায় (Haldia) সভা করেন মমতা। সেই সভা থেকে তিনি বলেন, ‘আমরা সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের অংশ থাকব’। এখানেই না থেমে  তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সর্বভারতীয় স্তরে আমায় অনেকে ভুল বুঝেছেন। আমি বাংলায় কোনও জোট না থাকার কথা বলেছি। আমরাই ইন্ডিয়া জোটে সরকার গড়ব। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে আমরা সরকার গড়ে দেব’।

আরও পড়ুনঃ ‘দীঘায় আরও বড় একটা বানাচ্ছি’, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে ‘বেফাঁস’ মমতা! জোর আক্রমণ শুভেন্দুর

এদিকে গতকালের সভায় মমতা যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে সুর চড়িয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। তিনি বলেন, ‘এগুলো হল দেওয়ালের ওপর বসে থাকা। ইন্ডিয়া জোট যখন বিজেপিকে পরাস্ত করছে, উনি তখন সুযোগসন্ধানীর মতো ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। পাটনা থেকে যে ট্রেন শুরু হয়েছিল, মাঝপথে চেন টেনে সেখান থেকে নেমে গিয়েছেন। এখন যখন গোটা দেশে বিজেপি পরাজিত হচ্ছে, উনি তখন মাঝরাস্তায় ফের ঢোকার চেষ্টা করছেন। আবার দাদাকেও খুশি করার চেষ্টা করছেন। এটাকে রাজনৈতিক সুবিধাবাদ বলা হয়’।

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়ে আমি আমি করেন। এটা ভীষণ বিরক্তিকর। সবটাই উনি, উনি এনডিএ তৈরি করেছিলেন, এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। উনিই তো অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সিএএ এনেছিলেন। উদ্বাস্তু মানুষকে অনুপ্রবেশকারী বলেছিলেন’।

Why is Racahna nominated for Hooghly? Mamata Banerjee said.

এখানেই না থেমে সুজন বলেন, ‘বিজেপি এই ভোটে হারবে। মোদী যতক্ষণ ৪০০ বলছিলেন, উনি ততক্ষণ চুপ করে বসেছিলেন। যখন উনি দেখছেন যে মোদী হারবে, তখন উনি সুযোগ খুঁজছেন। ওনাকে বাদ দিয়েই আমরা চলছি। উনি বিজেপিকে সহায়তা করবেন। যেখানে যেরকম ধান্ধায় পোষাবে, উনি সেইভাবেই চলছেন। ওনার ক্ষমতা স্রেফ পশ্চিমবঙ্গে। সেখানে দুই জাতীয় দল সিপিএম এবং কংগ্রেস ওনার সঙ্গে নেই। উনি ইন্ডিয়া জোটে নেই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর