কালীঘাট শ্মশানে “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান” ছবি বিতর্কে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন….

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কালীঘাট মহাশ্মশানের একটি ছবি প্রচন্ড পরিমাণ ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে কালীঘাট মহাশ্মশানে লেখা রয়েছে “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান!” ছবিটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। শহরের বিভিন্ন জায়গায় ও রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানে যেভাবে “আই লাভ…” ফলক থাকে সেই রকম ধাঁচেই এই লেখাটি দেখা যাচ্ছিল।

প্রাথমিকভাবে এই ছবিটিকে অনেকে সত্যি বলে বিশ্বাস করলেও, পরবর্তীতে বোঝা যায় যে এই ছবিটি এডিট করা। কেউ বা কারা ফটোশপ করে এই ছবিটি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার একটি সাংবাদিক বৈঠকে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তিনি বললেন, গোটা ঘটনাটা মিথ্যা। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, “কেউ একটা ছড়িয়ে দিয়েছে ব্যস। এটা আসলে হয়নি। কেউ কি কখনো বলতে পারে যে শ্মশানকে ভালবাসি! এখানে মানুষের জীবন শেষ হয়ে যায়। মানুষের শেষ দিন, শেষ দেখা। মানুষ যন্ত্রণা উপলব্ধি করে মর্মে মর্মে। এমন কোনও পরিবার নেই যাদের শ্মশানে যেতে হয়নি। আমি ধিক্কার জানাচ্ছি। এই বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য আমি সিপিকে বলব।”

ফেক নিউজ সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “অনেক মিডিয়া গতকাল থেকে ফেক নিউজ ছড়াচ্ছে। হেট স্পিচ দিচ্ছে। হেট স্পিচ আমি এলাও করব না। আমায় তোমরা গালাগালি দাও ঠিক আছে, কিন্তু হেট স্পিচ আমি বরদাস্ত করব না।” তবে, কেওড়াতলা মহাশ্মশানের এই ছবিটিকে কেন্দ্র করে যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সেকথা বলাই বাহুল্য।

Keoratala

 

প্রসঙ্গত, আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কেওড়াতলা মহাশ্মশানের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় শ্মশানের মধ্যে ডেকোরেশন করে লেখা আছে “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান।” এরপর এই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হতেই রাজ্য সরকারকে আক্রমণ করেন অনেক ব্যবহারকারী। এরপর মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টি নিয়ে আজ বক্তব্য রাখলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর