সুরক্ষিত নয় নেতারাও! ভরদুপুরে খোদ মমতা ঘনিষ্ঠকে খুনের হুমকি, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ চোপড়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শিরোনামে আড়িয়াদহ কাণ্ড (Ariadaha Assault Case)। চোর সন্দেহে একজন মহিলা এবং একজন পুরুষকে নিয়ে আসা হয় জয়ন্ত সিং (Jayanta Singh) ওরফে ‘জায়ান্টের আদালত’এ। সেখানে দেখা যায়, বেধড়ক মারধর করা হচ্ছে ওই যুবককে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এবার ওই জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে খুন করে দেওয়া হবে, এই মর্মে হুমকি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের প্রবীণ নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

মমতা (Mamata Banerjee) ঘনিষ্ঠকে খুনের হুমকি

বুধবার ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া একটি সাংবাদিক বৈঠকে জয়ন্ত সম্বন্ধে বেশ কিছু কথা বলেন। জয়ন্তর অপরাধের দীর্ঘ রেকর্ড রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, মারধর করার ওই ভিডিওটি ২০২১ সালের। সেখান থেকে জয়ন্তর ৮জন শাগরেদকে চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেলঘরিয়া থানা স্বতঃপ্রণোদিতভাবে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩০৮, ৩২৬, ৩৫৪ সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।

   

ইতিমধ্যেই আড়িয়াদহের (Ariadaha Assault Case) এই ঘটনায় জয়ন্ত সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর মঙ্গলবার নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এই ৬ জনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। মারধরের এই মামলায় তাঁদের বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এখন জয়ন্তর (Jayanta Singh) বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিলেও এতদিন কেন পুলিশ-প্রশাসন চুপ করে ছিল তা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ‘প্যানডোরার বক্স খুলব..,’ মমতাকে চরম হুঁশিয়ারি! তোলপাড় কলকাতা হাইকোর্ট

এদিকে আবার আড়িয়াদহ কাণ্ডের (Ariadaha Assault Case) জয়ন্তকে ছাড়িয়ে না আনলে গুলি করে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে দমদমের সাংসদ সৌগত রায়কে (Saugata Roy)। মঙ্গলবার রাত ৩টে নাগাদ তাঁকে হুমকি দেওয়া হয়। প্রবীণ সাংসদ বলেন, অচেনা একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোন তোলা মাত্রই বাংলা-হিন্দি মিশিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া শুরু হয়।

Jayanta Singh Saugata Roy

সৌগত বলেন, তাঁকে জয়ন্তকে ছাড়িয়ে আনার কথা বলা হয়। যদি তা না করা হয় তাহলে আড়িয়াদহে ঢুকলে ‘বিপদ’ আছে বলেও জানানো হয়। সাংসদ বলেন, ‘এরপর ঠিক ৭ মিনিট পর ফের একটা অচেনা নম্বর থেকে ফোন আছে। সেবারও কেউ একই হুমকি দেয়। নগরপালকে দু’টি নম্বর পাঠিয়ে দিয়েছি। আমি এতে বিচলিত হইনি। আজও আমি কামারহাটি গিয়েছিলাম’। সৌগতর পাঠানো দু’টি নম্বর চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর