বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্ন একদিন তিনি দিল্লির সিংহাসন দখল করবেন। বাংলার ‘অগ্নিকন্যা’র প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ব্যাপক আশাবাদী তাঁর দল তৃণমূল কংগ্রেস। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবার খোদ তৃণমূল সুপ্রিমোর গলাতেই ধরা পড়লো আশাহত হওয়ার সুর। যা শোনার পর প্রশ্ন উঠছে তবে কি প্রধানমন্ত্রী হওয়ার আশা ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি নিজেও কি মেনেই নিয়েছেন প্রধানমন্ত্রীর সিংহাসন থেকে নরেন্দ্র মোদিকে সরানো অসম্ভব?
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্য ঘিরে শোরগোল
মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে ঘিরে উঠছে এমনই একাধিক প্রশ্ন। প্রতি বছরের মতো এই বছরেও গঙ্গাসাগরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিগত বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও সাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে সেই দাবি তুলেছেন তিনি।
মমতার (Mamata Banerjee) কথায়, ‘এটা আমাদের ছোট্ট আবেদন। কুম্ভ মেলাও যদি জাতীয় মেলা হয়, সাগর মেলা নয় কেন? ওই মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের কুম্ভমেলার প্রতি সম্মান আছে। গঙ্গাসাগর মেলাও কিন্তু কোন অংশে কম নয়। সেখানে লোকে রেলে কিংবা গাড়িতে চেপে যায়। কিন্তু আমাদের এই মেলায় জল পেরিয়ে আসতে হয়। অর্থাৎ এটার ভ্যালু সব থেকে বেশি।’
আরও পড়ুন: বছরেই শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, অনুভূত হল উত্তরবঙ্গেও, কম্পনের মাত্রা কত?
খানিক আফসোসের সুরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বলেন,’তা সত্ত্বেও এই মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি। আমি প্রত্যেক বার আসি, প্রত্যেকবার বলি। আজ নয় কাল সুযোগ যখন পাবো, সুযোগ যদি কোনদিন পাই ডেফিনেটলি করে দেব’। গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যে প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে কি কেন্দ্রীয় সরকার বদলের কোন সম্ভাবনা দেখছেন না মমতা?
তাহলে কি হতাশা থেকই এদিন তিনি বলে ফেললেন, ‘সুযোগ যদি কোনদিন পাই’! যদিও বিরোধীদের পাল্টা দাবি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা। তাই তাঁদের প্রশ্ন সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছে এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি কেন জানাননি তিনি? তখন কি এই সাগর মেলার গুরুত্ব কম ছিল? বিরোধীদের দাবি আসলে সাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হলে কেন্দ্রীয় বরাদ্দ আসবে তৃণমূলে। আর সেই টাকা তছরুপ করে ফুলেফেঁপে উঠবে তাদের লক্ষ্মীভান্ডার। ঠিক যেমনটা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পগুলিতে।