পুরনো কামরাকে রং করে বন্দে ভারত বলে চালানোর চেষ্টা হচ্ছে: মমতা

বাংলা হান্ট ডেস্কঃ দিনেকয়েক হল যাত্রা শুরু করেছে বঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে সেই প্রথম দিন থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছেনা দ্রুতগামী এই ট্রেনের। হামলা, অভিযোগ, পাল্টা-অভিযোগের পর এবার এক্সপ্রেস প্রসঙ্গে বিস্ফোরক দাবি নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পুরনো কামরাকে রং করে বন্দে ভারত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে ঠিক এমনই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্দে ভারত হল পুরনো ট্রেনকে রং করে একটা নতুন করে দিয়েছে। শুধু ইঞ্জিনটা ছাড়া সবই। অনেক পুরনো ট্রেনের রেক এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমার সময় আমি বছরে অন্তত ১০০টা করে নতুন ট্রেন দিতাম। আর এই ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া’।

প্রসঙ্গত, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসে ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। এটি ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন। তাহলে ট্রেন চলছে কিভাবে? এই ট্রেনে একটি কামরা পরপর চাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিন মোটর লাগানো রয়েছে। সেই মোটরের দ্বারা এই ট্রেন দ্রুত গতি বাড়াতে সক্ষম। এছাড়াও ট্রেনটিতে যেসকল অত্যাধুনিক বৈশিষ্ট রয়েছে তা পুরনো কামরা পরিবর্তন করে আনা সম্ভব নয়।

vande bharat

পাশাপাশি এদিন বন্দে ভারত আক্রমণ প্রসঙ্গকে তুলে বিজেপিকে একহাতে নেন মুখ্যমন্ত্রী। তিঁনি বলেন, ‘‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে বিষয়টি প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’’ পাশাপাশি এদিন বিহার থেকে ট্রেনে আক্রমণের কথা তুলে তিঁনি বলেন , ‘‘ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি নেই বলে তারা পাবে না কেন?’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর