বাংলাহান্ট ডেস্ক : রবিবার ঘূর্ণিঝড়ের দাপটে জলপাইগুড়ির পাশাপাশি লণ্ডভণ্ড হয়েছে আলিপুরদুয়ারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়ি থেকে গেলেন আলিপুরদুয়ারের ক্ষতিগ্রস্ত এলাকায়। এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন তিনি এক প্রকার ঝুঁকি নিয়ে এসেছেন এখানে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘হেলিকপ্টার দিনে তিন ঘণ্টার বেশি উড়তে পারে না। কিন্তু আমি কলকাতা থেকে যে কপ্টারে এসেছি, সেই কপ্টারেই আবার আলিপুরদুয়ারে আসতে হল। এক রকম ঝুঁকি নিয়ে আসতে হল আমাকে।’’ রবিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেছে আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি, তপসিখাতা এলাকা।
আরোও পড়ুন : বিক্রি হয়ে যাবে দল, বন্দী হয়ে যাবেন কালীঘাটে! মমতাকে নিয়ে দিলীপের ভবিষ্যৎবাণী
ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। শিলাবৃষ্টির ফলে টমেটো চাষের ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার ২ ব্লকের পাশাপাশি কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার এক ব্লক-সহ একাধিক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক এলাকা। আশ্রয়হীন বহু মানুষ। দুর্গতদের রাখা হয়েছে ত্রাণ শিবিরে। মুখ্যমন্ত্রী আজ যান আলিপুরদুয়ারের ছ’মাইলের একটি প্রাথমিক স্কুলের একটি ত্রাণ শিবিরে।
আরোও পড়ুন : ঘাসফুল শিবিরের নিঃস্বার্থ কর্মী ! ‘রচনা’র সামনে তবুও মুখ খুলতে অপারগ প্রতিবন্ধী দুলাল বাবু
সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তপসিঘাটা গ্রামে রিলিফ ক্যাম্পে যাঁরা আছেন, সেই পরিবারগুলির সঙ্গে কথা বলেছি, তাঁদের বক্তব্য শুনেছি। চোখের সামনে যে ঘরগুলি দেখলাম, সেগুলি পুরোটাই টিনে চাপা গড়ে গিয়েছে, গাছে চাপা পড়ে গিয়েছে। একটা জিনিসও লোকে ঘর থেকে বার করতে পারেনি। এই তপসিঘাটা স্কুলে তাঁরা আশ্রয় নিয়েছেন।’’
মুখ্যমন্ত্রীর এর সাথে আরও বক্তব্য, ‘‘এখন এমসিসি (নির্বাচনী আচরণবিধি) চালু আছে, কিন্তু বিপর্যয় জরুরি বিষয়। বিপর্যয় ব্যতিক্রমী বিষয়। আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলব, সমীক্ষা করে দেখুক এবং নিজের মতো করুক। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে। যাদের বাড়িতে কিচ্ছু নেই, প্রশাসন তাদের জন্য সাহায্যের হাত গতকাল থেকেই বাড়িয়েছে।
পাশাপাশি তার আরোও সংযোজন, “মানুষ বিপদে পড়লে তাঁকে উদ্ধার করাই আমাদের কাজ।’’ আলিপুরদুয়ারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি অরূপ বিশ্বাসকে কোচবিহার পাঠাবেন মঙ্গলবার। মমতা জানান, ‘‘কুমারগ্রামের ত্রাণশিবিরে যাবে অরূপ। কোচবিহারেও ক্ষতি হয়ে থাকলে প্রশাসন পদক্ষেপ করবে। সেই মতোই নির্দেশ দেওয়া আছে।’’